জীবন বাজি রেখে কীভাবে বেশ কিছু ভারতীয় ( Indian) আমেরিকায় (US) যান, সেই ভিডিয়ো (Video) এবার প্রকাশ্যে এল। সম্প্রতি ১০৪ জন ভারতীয়কে সেনা বিমানে করে অমৃতসরে নামায় মার্কিন সেনা বিমান। যে ১০৪ জনকে মার্কিন সেনা বিমান অমৃতসরে নামায়, তাঁদের মধ্যে ছিলেন আকাশ নামে হরিয়ানার (Haryana) এক যুবক। আমেরিকায় যাওয়ার জন্য ডাঙ্কি রুট ধরে আকাশরা যেভাবে জঙ্গল, জল পার করেন, সেই ছবি উঠে এল। আকাশ যখন পানামার জঙ্গলে ছিলেন,সেই সময় তিনি একটি ভিডিয়ো শ্যুট করেন। কীভাবে পানামার জঙ্গল পার করে অভিবাসীরা আমেরিকায় প্রবেশ করে,সেই চিত্র মোবাইলে রেকর্ড করে পরিবারকে পাঠান আকাশ। হরিয়ানার আকাশ ভারতে ফেরার পর এবার সেই পানামার জঙ্গলের 'ডাঙ্কি' (Dunki) রুট প্রকাশ্যে আসে। প্রায় ৭২ লক্ষ টাকা খরচ করে আকাশ আমেরিকার উদ্দেশ রওনা দেন। তবে সোজা পথে নয়, ডাঙ্কি রুট ধরে। গত ২৬ জানুয়ারি আকাশ আমেরিকায় পৌঁছন। আমেরিকায় পৌঁছনোর কয়েকদিনের মধ্যেই অর্থাৎ গত ৫ ফেব্রুয়ারি তাঁকে ভারতে ফিরতে হয়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে ১০৪ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়, তাঁদের মধ্যে ছিলেন হরিয়ানার আকাশ।
দেখুন ভয়াবহ পানামার জঙ্গল পার করে আকাশরা কীভাবে আমেরিকায় প্রবেশ করেন...
Indian deportee’s video from Panama jungle shows ‘Donkey Route’ to enter the U.S.
A video shared by his family shows 20-year-old Akash from Karnal camping with other illegal immigrants in Panama’s dense forests. Akash allegedly paid ₹72 lakh for the journey but was forced to… pic.twitter.com/UWgTFDlkZQ
— Gagandeep Singh (@Gagan4344) February 7, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)