আজ আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2024)। বর্তমানে বিশ্বব্যাপী এই দিনটি পালন করা হলেও এর নেপথ্যে ভারতের ভূমিকাই প্রধান ছিল। ২০১৪ সালে প্রথমবার যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর আসনে বসেন, সেই বছরের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসঙ্ঘে মোদী বক্তৃতা রাখতে গিয়ে যোগব্যায়ামের সুফল নিয়ে মন্তব্য করেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন যোগব্যায়াম উৎযাপন করার জন্য একটি বিশেষ দিন নির্ধারণ করা উচিত। এরপর ১১ ডিসেম্বর সাধারণ সমাবেশের মাধ্যমে ২১ জুন দিনটি নির্ধারণ করা হয়। অবশেষে পরের বছর অর্থাৎ ২০১৫ সালে আজকের দিনে ১৭৭টি দেশ এই আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেয়।

তারপর থেকেই সারা বিশ্ব তো বটেই, এমনকী ভারতের বিভিন্ন প্রান্তে উৎযাপন করা হয় যোগ দিবসের। কাশ্মীর থেকে কন্যাকুমারী সকল বয়সের মানুষ এই দিন সম্মিলিত হয়ে যোগ দিবস পালন করছেন। এমনকী ভারতীয় সেনার পক্ষ থেকেও এই কর্মসূচি আলাদাভাবে পালন করা হয়। চলতি বছর দেখা গেল উত্তরের সীমান্তবর্তী এলাকা, পূর্ব লাদাখের নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় সেনা জওয়ান এবং উত্তর সিকিমে ১৫ হাজার ফুট উচ্চতায় নিরাপত্তা দায়িত্বে থাকা আইটিবিপি-র সদস্যরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করছেন।

দশমতম আন্তর্জাতিক যোগ দিবসের থিম নারীশক্তির বিকাশ। নারীরা কিভাবে নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখবে সেই ভাবনা থেকেই এবছরের থিম ভেবে নেওয়া হয়েছে। বিশেষ করে যে মহিলাদের বয়স ৩০-এর গণ্ডি পেরিয়েছে তাঁদের শরীরে রোগের বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকে। হাড়ের সমস্যা, সুগার, উচ্চ রক্তচাপ, থাইরয়েড ইত্যাদির সমস্যা থেকে কীভাবে সমাধান মিলবে যোগব্যায়ামের মাধ্যমে সেটাই মূল প্রাধান্য পাবে এবারের যোগ দিবসে।