Third Wave Of COVID-19: ৪ জুলাইতে শুরু হয়েছে করোনার তৃতীয় ঢেউ, কী বললেন হায়দরাবাদের বিজ্ঞানী?
করোনাভাইরাস (Photo Credits: PTI)

হায়দরাবাদ, ১৩ জুলাই: দেশে গত ৪ জুলাই থেকে শুরু হয়ে গেছে করোনার তৃতীয় ঢেউ (Third Wave of COVID-19)৷ এই তথ্য দিয়েছেন ইউনিভার্সিটি অফ হায়দরাবাদের প্রো-ভাইস চ্যান্সেলর ডাক্তার বিপিন শ্রীবাস্তব৷ তিনি দীর্ঘদিন ধরে ভারতের কোভিড-১৯ প্যাটার্ন নিয়ে গবেষণা করে চলেছেন৷ এনিয়ে একটটি মেথডও তৈরি করে ফেলেছেন৷ যার সাহায্যে গত ৪৬৩ দিনে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা পর্যবেক্ষণ করে চলেছে৷ এই প্যাটার্নেই ধরা পড়েছে যে গত ৪ জুলাইয়ের সঙ্গে গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের করোনা চিত্র মিলে যাচ্ছে৷ বলা বাহুল্যষ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই করোনার দ্বিতীয় ঢেউয়ের আভাস মিলেছিল৷ তাঁর গবেষণা বলছে, যদি প্রতিদিনের হিসেব মাফিক করোনায় দৈনিক মৃত্যুর পরিসংখ্যান ওঠানামা করে তাহলে অশনি সংকেত৷ কারণ এখন তেমনটাই ঘটছে৷

আচমকা করোনায় মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গিয়ে ঠিক তার পরের দিন বেশ বেড়ে যাচ্ছে৷ মৃ্ত্যুর হার এমনভাবে কমে যাওয়ার ছবিটি প্রকট হয়েছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে৷ তখন এমনও দিন গেছে যে ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১০০ বা তার নিচেও থেকেছে৷ এই খবরে আমরা অত্যন্ত আনন্দে ছিলাম৷ এবার বোধহয় করোনা বিদায় নেবে৷ কিন্তু সেই আনন্দ ভয়াবহ বেদনায় বদলে যেতে সময় নেয়নি৷ একই প্যাটার্ন ফিরেছে ৪ জুলাই থেকে৷ গত রবিবার সারাদিনে ৭২৪ জনের মৃত্যু হয়েছে৷ দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা প্রত্যক্ষ করেছে গোটা দেশ৷   তাই এমন অশনি সংকেত পাওয়ার পর সরকার ও দেশবাসীর অত্যন্ত সতর্ক হওয়া উচিত৷ এবং তৃতীয় ঢেউকে রুখতে সমস্ত রকম সুরক্ষা বলয়ের বন্দোবস্ত কতে হবে অতি দ্রুততার সঙ্গে৷ আরও পড়ুন-West Bengal Weather Update: রথের মরশুমে আদ্রতায় ঘায়েল দক্ষিণবঙ্গবাসী, ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে করোনায় মৃতের মধ্যে ৭০ শতাংশের ক্ষেত্রে কোমর্বিডিটিই মূল কারণ৷ এখন একটাই প্রার্থনা যাতে এই পর্যবেক্ষণ ভুল প্রমাণিত হয়৷