কলকাতার বৃষ্টির ফাইল ছবি।(Photo Credits: Wikimedia)

কলকাতা, ১৩ জুলাই: রথের দিনটা ঝকঝকে রোদ্দুরে কাটলেও মঙ্গলবার সকাল থেকেই শহরজুড়ে মেঘলা আকাশ৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির (rain fall) সামান্য সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রির আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। তবে বৃষ্টি হোক বা না হোক আদ্রতা জনিত অস্বস্তি বাড়তেই থাকবে৷ দক্ষিণবঙ্গে বজ্রপাতের সঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে৷ আলিপুরদুয়ারে হবে বৃষ্টি৷ তবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার ও জলপাইগুড়িতে৷ তবে দেশজুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমিবায়ুর সক্রিয়তার কারণে এবার উত্তর পশ্চিম ভারত, উত্তর ভারত, মধ্যভারতে বর্ষা আসছে৷ আরও পড়ুন-Madhav Moghe Dies: মিমিক্রি শিল্পী মাধব মোঘের জীবনাবসান

মৌসম ভবন জানিয়েছে, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে মৌসুমিবায়ু প্রবেশ করল বলে৷ অন্যদিকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশার উপরে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হওয়ায় এই সব রাজ্যেও আসছে বৃষ্টি৷ একই সঙ্গে ওড়িশা ও অন্ধ্র উপকূলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে৷ বঙ্গোপসাগর থেকে যা শক্তি সঞ্চয় করছে৷ সবমিলিয়ে উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারত, মধ্যভারতে বাড়বে বৃষ্টি৷ একই সঙ্গে পূর্ব ভারত ও উত্তরপূর্ব ভারত কমবে বৃষ্টির পরিমাণ৷