Madhav Moghe Dies: মিমিক্রি শিল্পী মাধব মোঘের জীবনাবসান
মাধব মোঘে (Photo Credit: Twitter)

অভিনেতা তথা মিমিক্রি শিল্পী মাধব মোঘে (Madhav Moghe)  প্রয়াত৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর৷ ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি, একেবারে লাস্ট স্টেজে এসে রোগ নির্ণয় হয়৷ গত একমাস ধরে তাঁর অসুস্থতা ক্রমশ বাড়ছিল৷ গত সপ্তাহে বম্বে হাসপাতালে ভর্তি হন তিনি৷ সেখানেই পরীক্ষার পর জানা যায় প্রবীণ অভিনেতা ফুসফুসের ক্যানসারে ভুগছেন৷ এরপর গত শনিবার তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়৷ সোমবার ভোররাতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাধব মোঘে৷ মিমিক্রি শিল্পী হিসেবেই সর্বাধিক জনপ্রিয় ছিলেন মাধব মোঘে৷ শোলে-র আইকনিক ক্যারেক্টার ঠাকুর অর্থাৎ প্রয়াত অভিনেতা সঞ্জীব কাপুরের ডায়ালগ মিমিক করে প্রচারের আলোয় চলে আসেন মাধব মোঘে৷ আরও পড়ুন-China’s First Spacewalk: চিনের নয়া কীর্তি, পৃথিবী থেকে কয়েকশো মাইল উপরে প্রথম স্পেসওয়াক

নয়ের দশকের টিভি শো “এক দো তিন”-এর সেটে তিনি ছিলেন নিয়মিত অতিথি৷ এছাড়াও মাধব মোঘে অভিনয় করেছেন রাজকুমার সন্তোষির দামিনী ছবিতে৷ ঘটক, ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া-র মতো কমেডি ছবিতেও সাবলীল মাধব মোঘের অভিনয়৷