ভারতে প্রতি বছর ২৬ জানুয়ারি দিনটিতে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস (Republic Day)। এই দিনটি প্রত্যেক ভারতীয়র জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০২৪ সাল, তথা এই বছর ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে চলেছে ভারত। প্রতি বছরের মতো এই বছরও দেশ জুড়ে ধুমধাম করে পালন করা হবে এই দিনটি। ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত রাজপথে অনুষ্ঠিত হবে একটি দুর্দান্ত কুচকাওয়াজ। প্রতি বছরের মতো এই বছরও ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন রেজিমেন্ট অংশগ্রহণ করবে এই কুচকাওয়াজে। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন প্রতি বছর ২৬শে জানুয়ারি দিনটিতেই পালন করা হয় প্রজাতন্ত্র দিবস? জেনে নিন প্রজাতন্ত্র দিবসের ইতিহাস এবং এই দিনটির গুরুত্ব।
১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয়েছিল ভারত। তবে ভারতের সংবিধান কার্যকর হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। এরপর থেকেই গণতান্ত্রিক ভারত, প্রজাতান্ত্রিক ভারত হিসেবে পরিচিত হয় এই দেশ। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের প্রথম রাষ্ট্রপতি (First president of India) রাজেন্দ্র প্রসাদ (Rajendra Prasad) ২১ বন্দুকের স্যালুট দিয়ে ভারতীয় পতাকা উত্তোলন করেন। এই কারণেই প্রতি বছর ২৬ জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।