Rough Sea During Cyclone (Photo Credit: Twitter)

তীব্র গতিতে সজোরে আছড়ে পড়তে গুজরাট উপকুলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'(Cyclone Biparjoy )। আজ, মঙ্গলবার বিকেল থেকে গুজরাটের আরাভাল্লি জেলায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। রাজ্যের উপকুলবর্তী মানুষদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে খবর রাখছেন। বিপর্যয় মোকাবিলায় একসঙ্গে কাজ করছে গুজরাট পুলিশ, উপকুলরক্ষী বাহিনী, নৌ সেনা, বিএসএফ, বিপর্যয় রক্ষা বাহিনী, এবং বিভিন্ন রাজ্য-কেন্দ্র সংস্থা। ঘূর্ণিঝড় বিপর্যের কারণে ৬২টি ট্রেন বাতিল করেছে পশ্চিম রেলওয়ে। আগামী বৃহস্পতিবার গুজরাটের মান্ডভির কুচ ও পাকিস্তানের করাতির জাখাউ বন্দরে ১২৫-১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়তে পারে।

এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় বিপর্যয়ে গুজরাটের বিভিন্ন জেলাগুলো থেকে ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। জুনাগড় জেলায় ৫০০ জন, কচ্ছে ৬৭৮৬, জামনগরে ১৫০০, পোরবন্দরে ৫৪৩, দ্বারকায় ৪৮২০, গির-সোমনাথে ৪০৮, মরবিতে ২০০০ এবং রাজকোটে ৪০৩১ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

দেখুন ভিডিয়ো

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 'অত্যন্ত তীব্র' ঘূর্ণিঝড় বিপর্যয় বৃহস্পতিবার গুজরাটের কচ্ছ এবং সৌরাষ্ট্র উপকূলের পাশাপাশি পাকিস্তানে আছড়ে পড়তে চলেছে।স্কাইমেটের প্রতিবেদনে বলা হয়েছে-"ঘূর্ণিঝড়ের স্ট্রাইক রেঞ্জের মধ্যে থাকায় গুজরাটের কিছু অংশে, বিশেষ করে উপকূলীয় অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। এমনকি কচ্ছ অঞ্চলও উপকূলের কাছে হওয়ায় ঝুঁকিপূর্ণ। তবে তুলনামূলক ভাবে গুজরাটের অভ্যন্তরীণ অঞ্চলগুলি নিরাপদ থাকবে।