হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন কর্মীরা (Photo: ANI)

পাটনা, ৩০ নভেম্বর: পেঁয়াজের (Onion) দাম আকাশছোঁয়া। ১০০ টারা পার করেছে দাম। তবে ৩৫ টাকা প্রতি কিলো পেঁয়াজ বিক্রি হচ্ছে কোথাও কোথাও। তাই ভিড় খুব। পশ্চিমবঙ্গের (West Bengal) মতো বিহারেও (Bihar) পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে। বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম কোথাও ৭০ টাকা তো কোথাও ৮০ টাকা কেজি। পরিস্থিতি সামাল দিতে বাজারের নেমেছে সরকার। পাটনার (Patna) বিহার রাজ্য সমবায় বিপণন ইউনিয়ন লিমিটেডের ( Bihar State Cooperative Marketing Union Limited) কাউন্টার থেকে সরকারি কর্মীরা পেঁয়াজ বিক্রি করছেন ৩৫ টাকা কেজি দরে। কিন্তু বড় খবর হল সরকারি কর্মীরা পেঁয়াজ বেচছেন হেলমেট (Helmets) পরে। পাছে হুড়োহুড়ির মধ্যে পড়ে মাথায় চোট না পান। পাছে রেগে গিয়ে কেউ ইট ছুঁড়লে মাথা বাঁচে।

বিহার স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে প্রতি জনকে ২ কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে ৩৫ টাকে কেজি দরে। তবে কারও বাড়িতে বিয়ে থাকলে তাদের বিয়ের কার্ড দেখাতে হচ্ছে। তাহলেই মিলবে ২৫ কেজি পেঁয়াজ। এভাবে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে বহু জায়গায় পদপৃষ্টের ঘটনা ঘটেছে। সেকথা মাথায় রেখে শনিবার হেলমেট পরে বাজারে এসেছেন সরকারি কর্মীরা। সংবাদসংস্থা এএনআই-কে রোহিত কুমার নামে এক সরকারি কর্মী বলেন, "পাথর ছোঁড়া ও পদপৃষ্টের ঘটনা ঘটেছে। তাই হেলমেট পরা ছিল আমাদের কাছে একমাত্র বিকল্প। আমাদের কোনও নিরাপত্তা দেওয়া হয়নি।" আরও পড়ুন: Maharashtra: আস্থা ভোটের গণ্ডি পেরিয়েও জয়ের মালা উদ্ধব ঠাকরের গলায়

পেঁয়াজের ঝাঁঝের কারণে চোখে জল আম জনতার। সারা দেশে আকাশ ছোঁয়া দাম। পশ্চিমবঙ্গে প্রতি কিলো পেঁয়াজ একশো টাকায় বিক্রি হচ্ছে। দামে লাগাম টানতে কেন্দ্রীয় সরকার ১.২ লাখ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। মিশর, তুরস্ক, হল্যান্ড এবং অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আনার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে দাম বাড়ার কারণে দিল্লি, গুজরাত, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এবং বিহারের কয়েকটি জায়গায় পেঁয়াজ চুরির খবর পাওয়া গেছে।