প্রবল রাগে মেয়ের বন্ধুকে কোপাল বাবা (Father)। কোচিং সেন্টারের ভিতরেই কিশোরী কন্যার বন্ধুকে হাতের কাছে পেয়ে বাবা একের পর এক ছুরির (Knife) কোপ বসাতে শুরু করে। গুজরাটের (Gujarat) ভাবনগরে এমনই একটি ঘটনা ঘটে। অভিযুক্তের নাম জগদীশ রাখাড। জগদীশ নামের ওই ব্যক্তি একাধিকবার তার মেয়ের কাছ থেকে কার্তিক নামের ওই যুবককে দূরে সরে থাকার কথা বলে। কার্তিককে বারবার সতর্ক করা সত্ত্বেও সে কোনও কথা শোনেনি। ফলে ভাবনগরে কোচিং সেন্টারে হাজির হয় জগদীশ। যে সময় তার মেয়ের সঙ্গে কার্তিক ফোনে কথা বলছিল। ওই সময় উত্তপ্ত বাদানুবাদের জেরে শিক্ষকের সামনে কার্তিককে ছুরির কোপ বসাতে শুরু করে জগদীশ। ঘটনার আকষ্মিকতায় সেখানে হাজির প্রত্যেকে হতবাক হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কার্তিকের পাশ থেকে জগদীশকে সরিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় কার্তিক মেঝের উপর পড়ে থাকে। গুজরাটের ভাবনগরের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়।

রাগের চোটে মেয়ের বন্ধুকে কোপাল বাবা...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)