প্রতীকী ছবি (Photo Credit: Wikimedia Commons)

নয়াদিল্লি: অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর দেশজুড়ে তোলাপাড় সৃষ্টি হয়েছে। বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে মানুষ রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। এসবের মধ্যেও প্রতি দিনই মেয়েদের যৌন হেনস্থার খবর উঠে আসছে। নারীদের নিরাপত্তাহীনতা দেশের জন্য গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেয়েদের সুরক্ষিত জীবন নিয়ে আলোচনা করছেন বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞ মহল। সম্প্রতি দিল্লির বদলাপুরে দুই শিশুর যৌন হেনস্থার ঘটনার শুনানিতে বম্বে হাইকোর্টের বিচারপতি ডেরে কেন্দ্র সরকারের স্লোগান পরিবর্তন করে বলেন, ‘ছেলেদের শিক্ষা গুরুত্বপূর্ণ। ছেলেকে শিক্ষিত কর, মেয়েকে বাঁচাও।'

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০২২ সালের রিপোর্ট অনুসারে, ভারতে প্রতিদিন ৩৪৫ জন মেয়ে নিখোঁজ হয়, যার মধ্যে ১৭০ জন মেয়েকে অপহরণ করা হয়, ১৭২ জন মেয়ে নিখোঁজ হয় এবং ৩ জন মেয়ে পাচার হয়। এর মধ্যে কিছু মেয়েকে খুঁজে পাওয়া গেলেও বিপুল সংখ্যক মেয়ের আর কোনও হদিশ মেলে না।

২০২৩ সালে জুলাই মাসে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদে পেশ করা একটি প্রতিবেদনে নিখোঁজ মেয়ে এবং মহিলাদের পরিসংখ্যান সমগ্র দেশকে চমকে দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে দেশে ১৩.১৩ লাখেরও বেশি মেয়ে ও মহিলা নিখোঁজ হয়েছে। সরকার ন্যাশনাল ক্রাইম ব্যুরো থেকে এসব পরিসংখ্যান সংগ্রহ করেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে ১৮ বছরের বেশি বয়সী ১০,৬১৬৪৮ জন মহিলা এবং ১৮ বছরের কম বয়সী ২৫,১৪৩০ জন মেয়ে রয়েছে৷

রাজ্যের দিক থেকে মধ্যপ্রদেশে নিখোঁজ মহিলা ও মেয়ের সংখ্যা সবচেয়ে বেশি। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ১৬,০১৮০ জন মহিলা এবং ৩৮২৩৪ জন মেয়ে নিখোঁজ হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, এখানে ১৫,৬৯০৫ জন মহিলা এবং ৩৬,৬০৬ জন মেয়ে নিখোঁজ হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, এখানে ১৭,৮৪০০ জন মহিলা এবং ১৩,০৩৩ জন মেয়ে নিখোঁজ।