২৪ ঘন্টার মধ্যে ফের শহরে উদ্ধার হল বেআইনি অস্ত্র। প্রগতি ময়দান থানা এলাকার পর এবার আনন্দপুর (Anandpur) থেকেও বাজেয়াপ্ত হল একাধিক আগ্নেয়াস্ত্র। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুজনকে। ধৃতদের নাম আজিজ মোল্লা ও ময়না মাঝি যদিও তাঁরা এই রাজ্যের নাকি ভিনরাজ্যের, কিংবা তাঁরা কী কারণে অস্ত্র মজুত করছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এদিন কলকাতা পুলিশের এসটিএফ এই অভিযান চালিয়েছে। এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা, সেই বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ।
বেআইনি অস্ত্র সহ আনন্দপুর থেকে গ্রেফতার ২
জানা যাচ্ছে, রবিবার দুপুরে গোপনসূত্রে খবর পেয়ে আনন্দপুর নোনাডাঙা সবুজ সংঘের কাছে তল্লাশি অভিযান চালায় এসটিএফের তদন্তকারীরা। তখনই ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে চারটি সেভেন এমএমের পিস্তল ছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে এক মহিলা ও এক পুরুষকে আটকও করা হয়েছে।
দেখুন পোস্ট
Kolkata, West Bengal: STF Kolkata Police detained Aziz Molla and Moyana Majhi, recovering 11 illegal firearms from their possession. The duo was caught based on credible intelligence. A case will be registered, and they will be produced in court tomorrow: Kolkata Police pic.twitter.com/aAHOOZXeh2
— IANS (@ians_india) March 30, 2025
প্রগতি ময়দান থানা এলাকা থেকেও আটক ২
গতকাল প্রগতি ময়দান থানা এলাকা থকে বাজেয়াপ্ত করা হয়েছিল দুটি সেভেনএমএম পিস্তুল ও কার্তুজ। সেই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। মনে করা হচ্ছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করেই এই আনন্দপুরে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ।