ভারতের মহাকাশে মাস্কের প্রবেশ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তার ঘনিষ্ঠ ধনকুবের শিল্পপতি ইলন মাস্কের প্রভাব দুনিয়াজুড়ে বেড়ে গিয়েছে। ট্রাম্প ক্যাবিনেটের সদস্য মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স এবার ভারতে ঢুকে পড়ল। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর স্যাটেলাইট (GSAT 20 Satellite) উৎক্ষেপণ করতে চলেছে মাস্কের স্পেস এস্ক।মার্কিন যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভাল থেকে ইসরোর এই স্যাটেলাইট উৎক্ষেপণ করার কথা। ইসরোর এই স্যাটেলাইটটি ১৪ বছর ধরে মহাকাশেসক্রিয় অবস্থায় কাজ করে চলবে।
আগামী সপ্তাহে ইসরো GSAT-20 কমিউনিকেশন স্যাটেলাইটের উতক্ষেপন করা হবে স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে। GSAT-20 স্যাটেলাইট ৪ হাজার ৭০০ কেজি ভারী। যা বহন করে উতক্ষেপন করা মোটেই সহজ কথা নয়। কিন্তু রকেটের মহাকাশ অভিযানে ইতিহাস গড়া মাস্কের স্পেস এক্সের কাছে এই বিষয়টি তেমন কোনও বিষয় নয়। তাই মাস্কের স্পেস এক্স-কে সঙ্গে পেয়ে ইসরোর সুবিধাই হবে।
দেখুন খবরটি
SpaceX will launch India's GSAT-20 satellite in a new partnership with ISRO, marking an important collaboration. The GSAT-20, weighing 4,700 kg, is too heavy for India’s rockets, so SpaceX’s Falcon 9 will handle the task. This satellite aims to boost internet connectivity in… pic.twitter.com/CObef6ssX2
— SNE (@shortnewsenergy) November 16, 2024
স্পেস এক্সের ঐতিহাসিক উতক্ষেপণ
SpaceX launched a large rocket booster and then returned it to its Texas launch site on Sunday, catching it out of the air with two giant mechanical arms. The company founded by Elon Musk achieved the milestone during the fifth test flight of the vehicle. https://t.co/VckeK8fhcb pic.twitter.com/3JapNaTzre
— The New York Times (@nytimes) October 13, 2024
এই প্রথম কোনও বিদেশী প্রাইভেট সংস্থার সাহায্যে মহাকাশে যাত্রা করবে ভারতের স্যাটেলাইট।