Nobel Laureate Muhammad Yunus (Photo Credit: X)

নয়াদিল্লিঃ সংস্কার বিরোধী আন্দোলনকে ঘিরে উত্তাল গোটা বাংলাদেশ (Bangladesh)। এই আবহে গদিচ্যুত হয়ে দেশ ছেড়েছেন সে দেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) । মুজিব-কন্যার ইস্তফার পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের (Interim Government) দায়িত্ব নিতে চলেছেন নোবেলজয়ী, অর্থনীতিবিদ ডঃ মহম্মদ ইউনুস (Dr. Muhammad Yunus)। আজ, ৮ জুলাই শপথ নেবেন তিনি। কুর্সিতে বসার আগেই, দায়িত্ব নিয়ে ভারতের (India) সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির বন্ধন আরও দৃঢ় করার পরিকল্পনা করে ফেলেছেন তিনি। এক সাক্ষাৎকারে নোবেলজয়ী, অর্থনীতিবিদ ডঃ মহম্মদ ইউনুস বলেন, "খুব শীঘ্রই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় শুরু করার এবং ঘনিষ্ঠ বন্ধুত্ব স্থাপন করার সুযোগ আসবে।" সেই সঙ্গেই তিনি আরও জানান, বাংলাদেশ স্থিতিশীল থাকলে তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর–পূর্বের রাজ্যগুলির সর্বত্র। বাংলাদেশে এতদিন ধরে কোনও আইনশৃঙ্খলা ছিল না বলেই এই অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন তিনি। তাই দায়িত্ব নিয়েই সর্বপ্রথম বাংলাদেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করবেন তিনি, এমনটাই জানান। ইউনুস বলেন, “মনে রাখতে হবে, বাংলাদেশ ১৭ কোটি মানুষের দেশ। এই জনসংখ্যার অধিকাংশই যুব সম্প্রদায়। অনেকেই এখনও ভোট দিতে পারেননি। নাগরিকদের সেই অধিকার ফিরিয়ে দেওয়াই হবে প্রধান কাজ। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে হবে। যার অংশীদার হবে গোটা দেশবাসী।”