SRH vs GT, IPL 2025: মহম্মদ সিরাজের আগুনে স্পেলে ঝলসে চলতি আইপিএলে টানা চারটে ম্যাচে হেরে তলিয়ে গেল সান রাইজার্স হায়দরাবাদ। রবিবার চারমিনারের শহরে সান রাইজার্স-কে ৭ উইকেটে হারাল গুজরাট টাইটান্স। সান রাইজার্সের ১৫২ রান তাড়া করতে নেমে ১৬.৪ ওভারেই তাড়া করে জিতে নিল গুজরাট। শুবমন গিলরা টানা তিনটি ম্যাচে জিতলেন।
দারুণ ব্যাটিং গিলের
রান তাড়া করতে নেমে ৪৩ বলে ৬১ রানে অপরাজিত থেকে দলকে জেতালেন গুজরাটের অধিনায়ক শুবমন গিল। ২৯ বলে ৪৯ রানের দুরন্ত ইনিংস খেললেন ওয়াশিংটন সুন্দর। তবে ম্যাচের নায়ক মহম্মদ সিরাজ। সিরাজ ১৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন। গুজরাটের স্পিনার সাই কিশোর ২৪ রান দিয়ে নিলেন ২টি উইকেট। অন্যদিকে, জোড়া উইকেট নিয়েও হারতে হল সান রাইজার্সের পেসার মহম্মদ সামি-কে।
দারুণ জয় গুজরাটের
The Titans are on a roll! 💪
A stellar showing from GT's Gen BOLD stars - #ShubmanGill, #MohammedSiraj & #WashingtonSundar - sealed win 3/3 for Gujarat! 🖤👏
Next up on #IPLonJioStar 👉 #MIvRCB | MON, 7th APR, 6.30 PM on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! |… pic.twitter.com/WLu2EmslmV
— Star Sports (@StarSportsIndia) April 6, 2025
সিরাজের আগুন
সান রাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭ রান দিয়ে চার উইকেট নিলেন সিরাজ। গুজরাট টাইটান্সের হয়ে খেললেও হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম হল সিরাজের হোম গ্রাউন্ড। গুজরাট টাইটান্সের হায়দরাবাদি পেসার সিরাজের আগুনে ঝলসে অতি শক্তিশালী ব্যাটিং লাইন আপের সান রাইজার্স নির্ধারিত ২০ ওভারে করল ১৫২ রান। সিরাজের বলে আউট হলেন হায়দরাদের দুই ওপেনার ট্র্যাভিস হেড (৮), অভিষেক শর্মা (১৮)। পরে অঙ্কিত ভর্মা (১৮)-কে এলবি ও সিমরজিত সিং সিং (০)-কে বোল্ড করেন সিরাজ। চলতি আইপিএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩টি ও মুম্বইয়ের বিরুদ্ধে ২টি উইকেট নিয়েছিলেন গুজরাট টাইটান্সের তারকা পেসার।