Kerala Firm Accused of Modern Day Slavery. (Photo Credits:X)

Kerala Firm Accused of Modern Day Slavery: চাকরীতে টার্গেট বা নির্দিষ্ট লক্ষ্যপূরণ করা শেষ কথা। সেই টার্গেটের ওপর নির্ভর করে বেসরকারী সংস্থার কর্মীর চাকরী থাকা বা না থাকা।  কর্পোরেট চাকরীতে এই টার্গেট বিষয়টি এমন এক জায়গায় পৌঁছে যায়, যা জীবন মরণের চেয়ে কম কিছু থাকে না। কিন্তু কেরলের এক কোম্পানিতে টার্গেট পূরণ না করার শাস্তিটা এমন এক জায়গায় পৌঁছল যা দেখলে মধ্যযুগীয় বর্বরতাকে মনে করাবে। মনে হবে দাসত্বের কথা।

কেরলের হিন্দুস্থান পাওয়ার লিঙ্কের কয়েকজন কর্মী যে দাবি করলেন তা শুনে মনে হবে, চাকরি আর দাসত্বের ফারাক কোথায়! তাদের দাবির সমর্থনে এক ভিডিয়োও প্রকাশ করেছেন। কর্মীদের অভিযোগ, মাসের সেলস টার্গেট (বিক্রির লক্ষ্যপূরণ) না হওয়ায়, শাস্তি হিসেবে তাদের জোর করে কুকুরের মত আচরণ করতে বাধ্য করা হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কয়েকজন কর্মীকে গলায় বেল্ট পরিয়ে কুকুরের মত ডাকতে, প্যান্ট খুলতে বাধ্য করা, মেঝেতে থুতু ফেলে চাটানো হচ্ছে। এতটাই বর্বর আচরণ করা হয়েছে তাদের ওপর।

সেলস টার্গেট মিস করায় দেখুন কীভাবে কর্মীদের শাস্তি দেওয়া হল

'শাস্তি'পাওয়া কর্মীদের কারও মাসিক বেতন ৬ হাজার, কারও আবার ৮ হাজার টাকা। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর কেরল সরকার পুরো ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছে। পুলিশ কয়েকজনকে এই বিষয়ে জেরা করেছে।