
জানুয়ারি থেকে ডিসেম্বর। বছরের ১২টা মাসেই কারও না কারও জন্মের মাস । আমাদের নিজেদের বন্ধুর মধ্য়ে দেখা যায়, কেউ জন্মেছে তো জানুয়ারি-তে, তো কেউ সেপ্টেম্বরে। কারও আবার অক্টোবরে। এমনও অবশ্য হয় দুই বন্ধুরই জন্ম অক্টোবর। 'ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসস্টিক্স'নামের এক পরিসংখ্যান সংস্থার রিপোর্ট বলছে, ১২ মাসের বছরে ভারতীয়রা সবচেয়ে বেশী জন্মেছেন সেপ্টেম্বরে। আর সবচেয়ে কম জন্মেছেন এপ্রিলে।
সবচেয়ে বেশী জন্ম সেপ্টেম্বরে
এই সংস্থার হিসেব বলছে, মাস অনুযায়ী ভারতীয়দের জন্মের হিসেব এরকম- ভারতীয়দের মোট জনসংখ্যার ৭.১ শতাংশ মানুষ জন্মেছেন জানুয়ারি-তে। ৫.৭ শতাংশ ভারতীয়র জন্ম ফেব্রুয়ারিতে। মার্চে জন্ম নিয়েছেন ৪.৭ শতাংশ ভারতীয়। এপ্রিল, মে ও জুনে 'বার্থ মান্থ' আসে যথাক্রমে ৪.৪ শতাংশ, ৫.৬ শতাংশ ও ৭.৩ শতাংশ ভারতীয়র। জুন ও জুলাইয়ে যথাক্রমে ৭.৩ শতাংশ ও ১০ শতাংশ ভারতীয়র।
দেখুন কোন মাসে কতজন ভারতীয়র জন্ম হয় (শতাংশের হিসেবে)
🇮🇳 Distribution of births by month in India:
January: 7.1%
February: 5.7%
March: 4.7%
April: 4.4%
May: 5.6%
June: 7.3%
July: 10%
August: 12.5%
September: 12.6%
October: 11.7%
November: 10.5%
December: 7.7%
Note: Percentage of births occurring per month during the study period…
— World of Statistics (@stats_feed) April 5, 2025
ডিসেম্বরে জন্ম ৭.৭ শতাংশ ভারতীয়
দেশের স্বাধীনতা দিবসের মাসে জন্মেছেন সাড়ে ১২ শতাংশ ভারতীয়। সেপ্টেম্বর, অক্টোবর, ও নভেম্বরে জন্ম নিয়েছেন যথাক্রমে ১২.৬ শতাংশ , ১১.৭ শতাংশ ও সাড়ে ১০ শতাংশ মানুষ। আর বছরের শেষ মাস ডিসেম্বরে জন্মেছেন ৭.৭ শতাংশ ভারতীয়।