Pori Moni Accused for Beating Maid (Photo Credits: X)

ফের বিতর্কে জড়ালেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি (Pori Moni)। আবারও নায়িকার ব্যক্তিগত জীবন উঠে এল হাটের মাঝে। বাড়ির পরিচারিকাকে মারধর করার মত গুরুতর অভিযোগ উঠেছে পরীমণির বিরুদ্ধে। সেই মর্মে বাংলাদেশি নায়িকার বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে অভিযোগ।

কী অভিযোগ পরীমণির বিরুদ্ধে?

বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী, নায়িকার এক বছরের দত্তক মেয়েকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে মহিলা গৃহপরিচারিকার সঙ্গে বচসা বাধে পরীর (Pori Moni)। সেই ঝামেলার মাঝেই নাকি অভিনেত্রী মারধর করেন পরিচারিকাকে। এই ঘটনাকে কেন্দ্র করে থানার দারস্ত হন পিঙ্কি আক্তার নামের ওই মহিলা গৃহকর্মী। বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটার থানায় অভিনেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি।

ভাটার থানার ওসি মহম্মদ মাজহারুল ইসলাম অভিযোগ দায়েরর বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, অভিনেত্রী পরীমণীর বিরুদ্ধে তাঁরই বাড়ির গৃহকর্মী শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পরীমণির এই দুঃসময়ে পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ()। নায়িকার বিরুদ্ধে তোলা পরিচারিকার অভিযোগকে মিথ্যা বলে দাবি করলেন তসলিমা। ফেসবুক হ্যান্ডেল থেকে দীর্ঘ পোস্ট শেয়ার করে বললেন, এটা পরীমণিকে বিপদে ফেলার ষড়যন্ত্র মাত্র। লেখকার অভিযোগ, সেই ষড়যন্ত্রে উসকানি দিচ্ছে বাংলাদেশি মিডিয়াগুলো। সংবাদমাধ্যমগুলোর উদ্দেশ্যে পরামর্শ ছুড়ে বললেন, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে, রক্ষণশীলতা আঁকড়ে না রেখে, ক্ষমতার চাটুকারিতা না করে মিডিয়ার উচিৎ নিরপেক্ষ থেকে সংবাদ পরিবেশ করা।

পরীর পাশে তসলিমাঃ

আরও বললেন, 'পরীমণির (Pori Moni) ব্যক্তিগত জীবন নিয়ে পরিচারিকার  জঘন্য মন্তব্য সবরকম সীমা অতিক্রম করেছে। পরীমণি কার সঙ্গে কথা বলবে, খাবে, ঘুরবে, বেড়াবে, শোবে, তা তাঁর একান্ত ব্যক্তিগত ব্যাপার। সম্মানীয় শিল্পীর বিরুদ্ধে অসম্মানজনক  বাক্যাবলি  উচ্চারণ করার জন্য  মহিলাকে উৎসাহ দেওয়া বা উসকে দেওয়া  এবং সেসব অবাধে  প্রচার করা মিডিয়ার উচিত হয়নি। আদালতের উচিত নয় নারীবিদ্বেষী   ষড়যন্ত্রের  মামলাকে গ্রহণ করা বা আদপেই মূল্য দেওয়া। এই সত্যটা সবারই জানা উচিত, গরিব হলেই মানুষ সৎ হয় না। গরিবরাও অসৎ, ধুরন্দর, বদমাশ, মিথ্যুক, নিষ্ঠুর, চোর, ডাকাত, ধর্ষক, খুনী হতে পারে'।