CID ACP Pradyuman. (Photo Credits:X)

CID TV Series: ভারতীয় টেলিভিশনে সবচেয়ে বেশীদিন ধরে চলা সিরিজ 'সিআইডি-তে বড় বদল আসতে চলেছে। ১৯৯৮ সালের ২১ জানুয়ারি গোয়েন্দা সিরিজ সিআইডি-র প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছিল সোনি এন্টারটেনমেন্ট টিভি চ্যানেলে। সোনির CID-র প্রথম পর্বের নাম ছিল 'কিস্সা জেহের কা: পার্ট ১'। তারপর থেকে টানা ২০ বছর চলেছিল এই টিভি সিরিজ। ২০১৮ সালের ২৭ অক্টোবর যেদিন সিআইডি-র শেষ এপিসোড দেখানো হয়, তার মাঝে কেটে গিয়েছে ২০টা বছর। দীর্ঘ ২০ বছরে CID-র দেড় হাজার এপিসোড সম্প্রচার করা হয়।

আসছে বদল

সিইআইডি-টিভি সিরিজের আসল প্রাণ হলেন, প্রধান চরিত্র এসিপি প্রদ্যুতমান। যে চরিত্রে সুনামের সঙ্গে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয় হয়ে যান শিবাজী সতম। তবে এবার বদলে যাচ্ছে সিআইডি-র এসিপি। সিরিয়াল বিস্ফোরণে মৃত্য়ু ঘটছে এসিপি প্রদ্য়ুতমানের। এবার তাঁর পরবির্তে আসবেন এসিপি আয়ুষ্মান। নয়া এসইপি (ACP)-র চরিত্রে অভিনয় করবেন পার্থ সামথান ( Parth Samthaan)।

সিআইডি টিভি সিরিজে নয়া এসিপি

 

কে এই নয়া এসপি পার্থ

কসৌটি এক জিন্দেগি থেকে ক্যায়েসি ইয়ে ইয়ারে-র মত জনপ্রিয় সিরিয়াল অভিনয় করে নজর কাড়েন পার্থ। বলিউডে দুটি সিনেমা ও কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। এবার তাঁকে সিআইডি-র এসপি-র রোলে অভিনয় করতে দেখা যাবে।