CID TV Series: ভারতীয় টেলিভিশনে সবচেয়ে বেশীদিন ধরে চলা সিরিজ 'সিআইডি-তে বড় বদল আসতে চলেছে। ১৯৯৮ সালের ২১ জানুয়ারি গোয়েন্দা সিরিজ সিআইডি-র প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছিল সোনি এন্টারটেনমেন্ট টিভি চ্যানেলে। সোনির CID-র প্রথম পর্বের নাম ছিল 'কিস্সা জেহের কা: পার্ট ১'। তারপর থেকে টানা ২০ বছর চলেছিল এই টিভি সিরিজ। ২০১৮ সালের ২৭ অক্টোবর যেদিন সিআইডি-র শেষ এপিসোড দেখানো হয়, তার মাঝে কেটে গিয়েছে ২০টা বছর। দীর্ঘ ২০ বছরে CID-র দেড় হাজার এপিসোড সম্প্রচার করা হয়।
আসছে বদল
সিইআইডি-টিভি সিরিজের আসল প্রাণ হলেন, প্রধান চরিত্র এসিপি প্রদ্যুতমান। যে চরিত্রে সুনামের সঙ্গে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয় হয়ে যান শিবাজী সতম। তবে এবার বদলে যাচ্ছে সিআইডি-র এসিপি। সিরিয়াল বিস্ফোরণে মৃত্য়ু ঘটছে এসিপি প্রদ্য়ুতমানের। এবার তাঁর পরবির্তে আসবেন এসিপি আয়ুষ্মান। নয়া এসইপি (ACP)-র চরিত্রে অভিনয় করবেন পার্থ সামথান ( Parth Samthaan)।
সিআইডি টিভি সিরিজে নয়া এসিপি
Actor Parth Samthaan is set to step into the shoes of an ACP in the iconic television show CID. Parth will portray the character of ACP Ayushmann, replacing Shivaji Satam's long-running role.
Read: https://t.co/BrHRxq8vJh#ParthSamthaan #ACP #CID #ShowMo #ShivajiSatam pic.twitter.com/u2mXzQ7CcF
— IndiaToday (@IndiaToday) April 6, 2025
কে এই নয়া এসপি পার্থ
কসৌটি এক জিন্দেগি থেকে ক্যায়েসি ইয়ে ইয়ারে-র মত জনপ্রিয় সিরিয়াল অভিনয় করে নজর কাড়েন পার্থ। বলিউডে দুটি সিনেমা ও কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। এবার তাঁকে সিআইডি-র এসপি-র রোলে অভিনয় করতে দেখা যাবে।