
SRH vs GT: রবিবার হায়দরাবাদে আগুন ঝরালেন গুজরাট টাইটান্সের তারকা পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। সান রাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭ রান দিয়ে চার উইকেট নিলেন সিরাজ। গুজরাট টাইটান্সের হয়ে খেললেও হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম হল সিরাজের হোম গ্রাউন্ড। গুজরাট টাইটান্সের হায়দরাবাদি পেসার সিরাজের আগুনে ঝলসে অতি শক্তিশালী ব্যাটিং লাইন আপের সান রাইজার্স নির্ধারিত ২০ ওভারে করল ১৫২ রান। সিরাজের বলে আউট হলেন হায়দরাদের দুই ওপেনার ট্র্যাভিস হেড (৮), অভিষেক শর্মা (১৮)। পরে অঙ্কিত ভর্মা (১৮)-কে এলবি ও সিমরজিত সিং সিং (০)-কে বোল্ড করেন সিরাজ।
সিরাজের আগুন
চলতি আইপিএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩টি ও মুম্বইয়ের বিরুদ্ধে ২টি উইকেট নিয়েছিলেন গুজরাট টাইটান্সের তারকা পেসার। আরও পড়ুন-সোমবার আইপিএল শুরু বুমরার
সিরাজের চার উইকেট
Mohammed Siraj just gets better and better 🔥
He finished with his best figures in the IPL today 👏 https://t.co/qW4672r6UG #IPL2025 #SRHvGT pic.twitter.com/J28L0SjUlu
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 6, 2025
আইপিএলে ১০০টি উইকেট নেওয়া হয়ে গেল সিরাজের
চলতি আইপিএলে শেষ তিনটি ম্যাচ মিলিয়ে সিরাজ মোট ৯টি উইকেট নিলেন। আর এদিন আইপিএলে তার শততম উইকেটটি নিলেন সিরাজ।