
মুম্বই, ৬ এপ্রিল: MI vs RCB: অবশেষে এবারের আইপিএলে নামতে চলেছেন দুনিয়ার অন্যতম সেরা পেসার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোট সারিয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম একাদশে ফিরতে পারেন রোহিত শর্মা-ও। ফিটনেসে সন্তুষ্ট হয়ে মুম্বই টিম ম্য়ানেজমেন্ট বুমরা-কে মাঠে নামানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে খবর।
বোল্টের সঙ্গে নতুন বলে হয়তো বুমরা
মুকেশ আম্বানির দলের ১৮ কোটি টাকার তারকা পেসার চলতি আইপিএলে মুম্বইয়ের প্রথম চারটি ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি। এবার বিরাট কোহলিদের বিরুদ্ধে নতুন বলে ট্রেন্ট বোল্টের সঙ্গে নতুন বলে দেখা যেতে পারে বুমরা-কে। বুমরা-র অনুপস্থিতিতে ক'দিন আগে আইপিএল অভিষেক হওয়া অশ্বিনী কুমার বেশ ভাল বল করছেন। অভিষেক আইপিএল ম্যাচে নাইটদের বিরুদ্ধে ২৪ রানে চার উইকেট নেন। মুম্বইয়ের পেস আক্রমণে রয়েছেন সঙ্গে রয়েছেন দীপক চাহার। হার্দিক পান্ডিয়া গত ম্যাচে লখনৌয়ের বিরুদ্ধে পাঁচ উইকেটের দুরন্ত স্পেল করেন। বুমরা মিলিয়ে মুম্বইয়ের পেস আক্রমণ যে ঈর্ষণীয় হবে তা নিয়ে সন্দেহ নেই।
গত আইপিএলে বুমরার আগুন
আইপিএলে গত মরসুমে মুম্বই ইন্ডিয়ন্স খারাপ খেললেও বুমরা আরসিবি-র বিরুদ্ধে ২১ রানে ৫ উইকেট সহ মোট ২০টি উইকেট নিয়েছিলেন।
সোমবার আরসিবি-র বিরুদ্ধে মুম্বইয়ের সম্ভাব্য একাদশ-
উইল জ্যাকস, রায়ান রিকেলটন (উইকেটকিপার), নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরা, অশ্বিনী কুমার, দীপক চাহার/ভিগনেশ পুথুর।