রবিবার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল কর্ণাটকের হুব্বালিতে (Hubballi)। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজন মহিলার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। সকলেই হুব্বালির লিঙ্গরাজ নগরের বাসিবন্দা। ঘটনাস্থলে পুলিশ এসে ইতিমধ্যে হতাহতদের উদ্ধার করেছে। মৃতদেহ দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য এবং আহতকে পাঠানো হয়েছে হাসপাতালে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, সকলে একই পরিবারের সদস্য।
হুব্বালিতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা
যদিও কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। জানা যাচ্ছে, পুনে-ব্য়াঙ্গালুরু জাতীয় সড়ক ৪৮-এ গাড়িটি হুব্বালির নুভলি ক্রসের কাছে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি হাইওয়ের দেওয়ালে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয় ৭৫ বছর বয়সী শকুন্তলার, ৬৫ বছরের গায়ত্রীর, সুজাতা (৬১) এবং ৬০ বছর বয়সী সম্পতকুমারীর। আহত ব্যক্তির নাম বীরবাস্যা (৬৯)। তাঁরও অবস্থা আশঙ্কাজনক।
দেখুন পোস্ট
Karnataka | Three people died in a car accident at Noolvi Cross near Hubli on NH 48 Pune Banglore highway. Deceased persons travelling in a Quid car coming to Hubballi collided with a side wall on the highway. Three persons died on the spot, and another in hospital. Sujata (61),…
— ANI (@ANI) April 6, 2025
ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়
দুর্ঘটনার জেরে তীব্র যাটজট সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থেল হুব্বালি গ্রামীণ থানার পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে। সেই সঙ্গে গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।