
উত্তরপ্রদেশের বিজনৌরে (Bijnor) এক রেলকর্মীর (Railway Employee) স্বাভাবিক মৃত্যু পরিণত হল খুনের ঘটনায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁর স্ত্রীকে। জানা যাচ্ছে, ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। যদিও কেন তাঁকে খুন করা হল এবং এই ঘটনায় আর কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের পরিবারের দাবি বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই খুন করা হয়েছে ওই ব্যক্তি। ইতিমধ্যেই অভিযুক্তকে জেরা করা শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।
ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল খুনের তত্ত্ব
জানা যাচ্ছে, দিনকয়েক আগেই দীপক নামে ওই রেলকর্মীর আচমকাই মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশও এসে সন্দেহজনক কিছু খুঁজে পায় না। তাই স্বাভাবিক মৃত্যুই অনুমান করে। এদিকে মৃতের পরিবার ময়নাতদন্তের দাবি তোলে। যদিও তাঁর স্ত্রী এর বাধা দেয়। তবে পুলিশ শেষমেশ পরিবারের কথা শুনেই ময়নাতদন্ত করে। আর তাতেই উঠে আসে খুনের তত্ত্ব।
দেখুন পুলিশের বক্তব্য
Bijnor, Uttar Pradesh: In a shocking incident from the district, the suspicious death of a railway employee named Deepak took a serious turn after his family insisted on a postmortem despite his wife's refusal. The postmortem report revealed that Deepak was strangled to death.… pic.twitter.com/nTrLunlOlQ
— IANS (@ians_india) April 6, 2025
শ্বাসরোধ করে খুন করা হয়েছে দীপককে
জানা যায়, দীপককে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। যদিও খুনের কারণ এখনও অজানা। তাই ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে আগামীকালই আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন তদন্তাকারী আধিকারিকরা।