Washington Sundar. (Photo Credits: X)

GT vs SRH, IPL 2025: গুজরাট টাইটান্সের জার্সিতে অভিষেক হল তারকা স্পিনার-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar)। গুজরাটের প্রথম চারটি ম্যাচে প্রথম একাদশে রাখা হয়নি ৪ কোটি ২০ লক্ষের সুন্দরকে। রবিবার হায়দরাবাদে সান রাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ওয়াশিংটন সুন্দরকে প্রথম একাদশে রাখলেন গুজরাট অধিনায়ক শুবমন গিল। আগে সান রাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতেন সুন্দর। গুজরাটের জার্সিতে তার অভিষেক ম্যাচেই সুন্দরের প্রতিপক্ষ সেই সান রাইজার্স। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক গিল।

লিগ তালিকায় একন কে কোথায়

৩টি খেলে ২টি-তে জিতে ৪ পয়েন্ট পেয়ে গুজরাট এখন লিগ তালিকায় তিনে আছে। আর ৪টি-র মধ্যে ৩টি-তে হেরে লিগ তালিকায় সবার শেষে গতবারের রানার্স সান রাইজার্স।

দেখুন কারা প্রথম একাদশে জায়গা পেলেন

দুই দলের প্রথম একাদশ

গুজরাট টাইটান্সের প্রথম একাদশ- শুবমন গিল, সাই সুদর্শন, জোস বাটলার, রাহুল তেওয়াতিয়া, শাহরুখ খান, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, ইশান্ত শর্মা।

সান রাইজার্সের প্রথম একাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিষাণ, নীতীশ রেড্ডি, হেনরিক ক্লিসানে, অঙ্কিত ভর্মা, কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স, জেসান আনসারি, জয়দেব উনাদকট, মহম্মদ সামি।