রবিবার সাতসকালে বেহালার ঠাকুরপুকুরে (Thakurpukur) গাড়ি দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত কমপক্ষে চারজন। মৃত ব্যক্তি বছর ৬২-এর আমিনুর রহমান। দুর্ঘটনায় নাম জড়িয়েছে আরিয়ান ভৌমিক, ঋতুপর্ণা সেন ওরফে ঋ, স্যান্ডি সাহার মতো তারকার। অভিযুক্তরা সকলেই সান বাংলার জনপ্রিয় সিরিয়াল ভিডিয়ো বৌমা-র সঙ্গে যুক্ত। যদিও দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন ধারাবাহিকের পরিচালক ভিক্টো। তাঁর পাশে ছিলেন চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। দুজনকে শনিবার গ্রেফতার করা হলেও দিনের দিন জামিনে ছাড়া পেয়েছে যান তাঁরা।

দুর্ঘটনার আগের দিন আরিয়ানের ফ্ল্যাটে আফটার পার্টি

জানা যাচ্ছে, শনিবার রাতে দেদার পার্টি করেছিলেন আরিয়ান, ঋতুপর্ণারা। রাতেই তাঁরা প্ল্যান করেন যে জোকায় আরিয়ানের ফ্ল্যাটে রাতে আড্ডা দিতে যাবে। সেইমতো তাঁরা যায়। তবে আরিয়ান আগেই ড্রাইভার সহ গাড়ি নিয়ে পানশালায় গিয়েছিলেন। তাই ফেরার সময় নিজের গাড়ি করেই ফেরেন। স্যান্ডি সাহা অবশ্য এক সংবাদমাধ্যমে এই ব্যাপারে জানিয়েছেন যে, তিনি আরিয়ানের গাড়িতেই ফিরেছেন। এরপর গভীর রাতে আরিয়ানের বাড়ি থেকে ভিক্টো, শ্রিয়া ও ঋ-রা বেরিয়ে যান।

দেখুন ঘটনার আগের দিন পার্টির ছবি

দুর্ঘটনার সঙ্গে যুক্ত নন, দাবি আরিয়ানের

শনিবার সকালে ভিডিয়ো বৌমার সেটে গিয়ে আরিয়ান জানতে পারেন যে সকালে এরকম দুর্ঘটনা হয়েছে। তবে এই দুর্ঘটনার সময় তিনি কোনওভাবেই ছিলেন গাড়িতে ছিলেন না বলে স্পষ্ট জানিয়ে দেন আরিয়ান। সংবাদমাধ্যমে আরিয়ান বলেন, "দুর্ঘটনায় আমি থাকলে আহত হতাম। কিন্তু আমি তো শ্যুটিংয়ে ব্যস্ত"। যদিও ঘটনার পর থেকে ঋ-এর সঙ্গে কোনওরকমভাবে যোগাযোগ করা যায়নি।