Yash Dasgupta, Nusrat Jahan (Photo Credit: Instagram)

কলকাতা, ৩০ মে: টলিউডে ফের গুঞ্জন। নুসরত জাহান (Nusrat Jahan) এবং যশ দাশগুপ্তের (Yash Dasgupta) মধ্যে নাকি সম্পর্কের টানাপোড়েন চলছে। বিভিন্ন সময়ে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানকে নিয়ে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে। তবে যশ বা নুসরতের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। এসবের মাঝে প্রকাশ্যে আসে, যশ দাশগুপ্ত তাঁর ছেলেকে নিয়ে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছেন। অন্যদিকে ছেলেকে নিয়ে নুসরত গিয়েছেন উত্তরবঙ্গে। সবকিছু মিলিয়ে যশ, নুসরতের মাঝে যে কিছু একটা চলছে, তার আভাস মেলে বিভিন্ন মহলে।

'আড়ির' সাকসেস পার্টির পর থেকে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান একসঙ্গে থাকছেন না বলে অনেকে মন্তব্য করেন। তবে নায়ক, নায়িকার তরফ থেকে কোনও ধরনের মন্তব্য শোনা যায়নি। নুসরত উত্তরবঙ্গে ছেলেকে নিয়ে বেড়াতে গিয়ে সেখান থেকে যেমন ছবি, ভিডিয়ো পোস্ট করেন, তা দেখেই অনেকের মনে প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। যেখানে নুসরতকে একার মতই সময় কাটাতে দেখা যায়।

আরও পড়ুন: Nusrat Jahan On Drunk Driving Case: 'ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করলে আড়ি', মদ্যপ, খুনি পরিচালক ভিক্টোর বিরুদ্ধে সরব নুসরত

দেখুন পাহাড়ের কোলে নুসরতের ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

২০২৯ সালে নিখিল জৈনকে (Nikhil Jain) বিয়ে করেন নুসরত জাহান। তুর্কীকে বসে নুসরত এবং নিখিলের জাঁকজমক করা বিয়ের আসর। ২০২১ সালে নিখিলের সঙ্গে তাঁর বিয়ে ভারতীয় আইনে বৈধ নয় বলে দাবি করেন নুসরত। এরপরই শুরু হয়ে তাঁদের বিচ্ছদের মামলা। নিখেল জৈনের সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালেই ছেলে ঈশানের জন্ম দেন নুসরত। যশই তাঁর বাবা বলে জানা যায়। তারপর থেকেই টলিউডের চর্চিত দম্পতি হয়ে ওঠেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। এবার সেই সম্পর্কে ভাটা পড়ল কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।