প্রতিবছরেই শীতের সময়ে দিল্লি ও লাগোয়া এলাকায় বায়ুর দূষণমাত্রা ভয়ঙ্কর রকমের বেড়ে যায়। এই বছরেও ছবিটা একইরকম রয়ে গিয়েছে। দূষণে জেরবার হয়েছে দিল্লি ও লাগোয়া এলাকায় সাধারণ মানুষ। দূষণ রোধের জন্য পদক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্টকেও। কিছুদিন সামান্য নিয়ন্ত্রণে থাকলেও জাতীয় রাজধানী দিল্লিতে আবারও অবনতি হয়েছে বায়ুর মানের। সেই কারণে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) দিল্লি-এনসিআর-এ গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) ৩ এবং ৪ এর অধীনে সমস্ত পদক্ষেপ পুনরায় আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।কমিশন (CAQM) জানিয়েছে দিল্লির বাতাসে দূষণের মাত্রা (AQI) পৌঁছে গিয়েছে ৩৮৬-তে। মৌসম ভবনের সাম্প্রতিক পূর্বাভাস বলছে কুয়াশা পরিস্থিতি এবং ঠান্ডার জন্য এই দূষণের মাত্রা ৪০০ পেরিয়ে যাবে অর্থাৎ পরিস্থিতি আরও জটিল হবে। এমনিতেই CAQM শীতের সময় দিল্লি-এনসিআর এলাকায় দূষণ রোধে একাধিক ব্যবস্থা নেয়। বায়ুর গুণমানের মাত্রাকে ৪টি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক স্টেজ ৪।
গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ এর অধীনে, সমগ্র এনসিআরে অ-প্রয়োজনীয় নির্মাণ কাজ এবং রাস্তা নির্মাণ কার্যক্রম, স্টোন ক্রাশার অপারেশন এবং খনির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। দিল্লি এবং গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ এবং গৌতম বুদ্ধ নগর জেলাগুলিতে BS-3 পেট্রোল এবং BS-4 চার চাকার ডিজেল গাড়ি চালানোর উপরও নিষেধাজ্ঞা জারি থাকবে।
এছাড়াও, দিল্লি সরকার এবং এনসিআর-এর রাজ্য সরকারকে বাধ্যতামূলকভাবে হাইব্রিড মোডে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুদের জন্য স্কুলে ক্লাস পরিচালনা করতে হবে। আরও, চতুর্থ পর্যায়ের বিভাগের অধীনে, স্কুলগুলিকে বাধ্যতামূলকভাবে ষষ্ঠ থেকে নয় এবং 11ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য হাইব্রিড ক্লাস পরিচালনা করতে হবে।