Representational Image (Photo Credit: ANI)

দিল্লি, ৯ মার্চ: H3N2 ভাইরাসের (Virus)হানায় কাবু শিশুরা। পশ্চিমবঙ্গ (West Bengal), কর্ণাটক (Karnataka), উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ইনফ্লুয়েঞ্জার হানাদারিতে একের পর এক অসুস্থতার খবর মিলছে। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসা বিশেষজ্ঞরা জানান, গত ৬ মাসের মধ্যে H3N2 ভাইরাস চরিত্র বদলে ফেলেছে। গত ৬ মাসের মধ্যেই এই ভাইরাসের চরিত্রের আমূল পরিবর্তন ঘটেছে বলে জানান চিকিৎসকরা। যার জেরে গোটা দেশের বিভিন্ন হাসপাতালে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীর ভিড় বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন:  Adenovirus: অ্যাডিনো ভাইরাস থেকে বাঁচতে কী করবেন, দেখে নিন এক নজরে

স্যার গঙ্গারাম হাসপাতালের শিশু বিশেষজ্ঞ  জানান, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার পর H3N2 ভাইরাস যেভাবে চরিত্র পালটাচ্ছে, তাতে এবার বহু ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশির পাশাপাশি শ্বাসকষ্ট দেখা দিচ্ছে শিশুদের। এই ভাইরাসের সাবটাইপ এয়ানের জন্য হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। অন্যদিকে এই ভাইরাসের সাবটাইপ টু-এ যারা আক্রান্ত হচ্ছে, সেই শিশুরাই অ্যাডিনো ভাইরাসের কবলে পড়ছে বলে জানান ওই চিকিৎসক।