প্রতীকী ছবি (Photo Credit: Wikimedia Commons)

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন সংগঠনের তরফে সমকামী বিবাহের (Same Sex Marriage) বিরোধিতা করে যখন আবেদন জমা দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। ঠিক তখনই এই ধরনের বিবাহকে সমর্থন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাল দিল্লির শিশু সুরক্ষা কমিশন (Delhi Commission For Protection Of Child Rights)। এই ধরনের বিবাহের ফলে তৈরি হওয়া পরিবারগুলি যে স্বাভাবিক ভাবেই সংসার করছে সে সম্পর্কে সুপ্রিম কোর্টকে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করারও অনুরোধ করা হয়েছে ওই সংস্থার তরফে। এই সংক্রান্ত আবেদন শুনানি আগামী ১৮ এপ্রিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে হবে বলে জানা গেছে।

ওই আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ১৫ বছর ধরে দিল্লি শিশু সুরক্ষা কমিশনে শিশুদের অধিকার ও তাদের সুরক্ষার জন্য কাজ করছে। তা থেকে অর্জিত অভিজ্ঞতায় তাদের এটা বুঝতে সাহায্য করেছে যে সমকামী বিবাহের ফলে তৈরি হওয়া সম্পর্ক কোনও অস্বাভাবিক বিষয় নয়। তাই সুপ্রিম কোর্ট যদি সমকামী বিবাহের বিষয়টিতে অনুমোদন দেয় তাহলে কমিশন শিশুদের উপর এর ভালো প্রভাবগুলির বিষয়ে প্রচার চালাতে সাহায্য করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে।

তাদের আবেদন আরও উল্লেখ করা হয়েছে, যেভাবে একটি পুরুষ ও মহিলার মধ্যে বিয়ে হওয়ার ফলে জন্ম নেওয়া সন্তান ভালো ভাবে মানুষ হবে কিনা তা আগে থেকে বোঝা যায় না। বা ওই পুরুষ বা মহিলা ভালো অভিভাবক হবেন কিনা তা বলা যায় না। তেমনি সমকামী বিবাহের ক্ষেত্রেও সুনিশ্চিত ভাবে কোনও মন্তব্য করা ঠিক নয়। বিশ্বের ৫০টির বেশি দেশে সমকামী বিবাহকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেখানে দেখা গেছে সমকামী দম্পতিরা শিশুদের দত্তক নেওয়ার পর তাদের ভালোভাবেই মানুষ করছেন। আরও পড়ুন: Peeping Inside Washroom When Woman Is Taking Bath: মহিলাদের স্নান করার সময়ে বাথরুমে উঁকি মারা গুরুতর অপরাধ, জানাল দিল্লি হাইকোর্ট