মরিশাস সফরে মোদী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ মঙ্গলবার মরিশাস(Mauritius) সফরের উদ্দশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। মঙ্গলবার ভোরে মরিশাস যাত্রা শুরু করেন নমো। আগামীকাল, ১২ মার্চ মরিশাসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন তিনি। মোদীর সঙ্গে সেদেশের সম্পর্ক বরাবরই ভাল। দুই দেশের সাংস্কৃতিক, ঐতিহাসিক মেলবন্ধন রয়েছে। দুদেশের সম্পর্কের সেতু রামায়ণ। সেদেশে সমান জনপ্রিয় তুলসীদাসের রামায়ণ এবং হনুমান চাল্লিশা। মরিশাসের অন্যতম প্রধান ভাষা হল হিন্দি। তাই মরিশাসকে 'মিনি ইন্ডিয়া'ও বলা যেতেই পারে।

দু'দিনের মরিশাস সফরে মোদী

গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগেই মরিশাসে গিয়ে সকলের মন জয় করেছিলেন তিনি। সালটা ছিল ১৯৯৮। এক্স হ্যান্ডেলে ২৭ বছর আগের সেই অভিজ্ঞতা ভাগ করে নেন। ‘ইন্টারন্যাশনাল রামায়ণ কনফারেন্স’-এ যোগ দিয়েছিলেন তিনি। সেই সময় বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ছিলেন মোদী। ভারত ও মরিশাসকে এক সূত্রে বাঁধতে রামায়ণ কীভাবে সেতুর কাজ করেছে, ওই কনফারেন্সে তা তুলে ধরেন মোদী। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর জোশীর সঙ্গে মরিশাসে দেখাও করেছিলেন। এরপর ২০১৫ সালে ফের মরিশাস সফরে যান মোদী। ১০ বছর পর মরিশাস সফর যেন মোদীর কাছে অতীতকে আরও একবার জিইয়ে নেওয়া।