মুম্বই, ৪ জুন: মহারাষ্ট্রের পর এবার কেরলের তিন জেলাতেও করোনা (Corona Virus) গ্রাফ অনেকটা ঊর্ধ্বমুখি। এনাকুলাম, তিরুবন্তনপুরম এবং কোট্টায়াম- কেরলের এই তিন জেলায় কোভিড সংক্রমণ আচমকা কিছুটা বেড়েছে। যা নিয়ে প্রশাসন চিন্তায়। কোভিডের দ্বিতীয় ও তৃতীয় ঢেউতে দেশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক তৈরি হয়েছিল কেরলকে নিয়েই। তৃতীয় ঢেউয়ের শেষের দিকে তো গোটা দেশের ৫০ শতাংশেরও বেশি কেস কেরল থেকেই আসছিল। তাই তিন জেলায় কোভিড সংক্রমণ বাড়ার পর অতিরিক্ত সতর্কতা চোখে পড়ছে। তবে আক্রান্তদের বেশিরভাগেরই মৃদু ও উপসর্গহীন থাকায় হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি। তবে মৃত্যুর সংখ্যাও আগের চেয়ে বাড়ছে।
তাই কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ রাজ্যের তিন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও চিন্তা না উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছেন। কেরলে ১০০ শতাংশ মানুষ করোনার প্রথম টিকা নিয়ে নিলেও এখন ১২ শতাংশ মানুষ টিকার দ্বিতীয় ডোজ নেননি। কোভিডের সতর্কতামূলক টিকা কেরলে নিয়েছেন মাত্র ২২ শতাংশ মানুষ। আরও পড়ুন:
রাজ্যসভার ভোট পিছিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার শিবসেনা
দেখুন টুইট
COVID surge in 3 Kerala districts, state Health Minister says 'no need for worry'
Read @ANI Story | https://t.co/7Alc0og3Td#kerala #COVID19 #coronavirus #health #Covid19inKerala pic.twitter.com/wt6czcfN1h
— ANI Digital (@ani_digital) June 4, 2022
মহারাষ্ট্রে গত কয়েকদিন ধরে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। রাজ্যের কোভিড-১৯ টাস্ক ফোর্সের এক সভায় উদ্ধব ঠাকরে জানান, রাজ্যে কোভিড কিন্তু বাড়ছে, করোনা বিধিনিষেধের জালে আবদ্ধ হতে না চাইলে অবিলম্বে মাস্ক ব্যবহার এবং নিজেদের টিকাকরণ সম্পূর্ণ করতে হবে মানুষদের। আগামী পনেরো দিন পরিস্থিতির উপর নজর রাখা হবে বলে উদ্ভব জানিয়েছিলেন। মহারাষ্ট্রে করোনায় দৈনিক সংক্রমণ হাজার ছাড়িয়েছে। সেখানে ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা চার হাজারের কাছাকাছি দাঁড়িয়ে। দেশে সক্রিয় করোনা আক্রন্তের সংখ্যা বেড়ে ২২ হাজার ছাড়িয়েছে।