মুম্বই, ৫ ডিসেম্বর: আর্থিক সংকটের খাঁড়া, বন্ধ হয়ে যাচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার “পুনে মিরর” (Pune Mirror) এডিশন। এবং একই সঙ্গে সাপ্তাহিক হয়ে যাচ্ছে “মুম্বই মিরর” সংবাদপত্র। তবে প্রিন্ট না থাকলেও ডিজিটাল মাধ্যমে প্রতিদিনই অনলাইন থাকবে “পুনে মিরর” ও “মুম্বই মিরর”। ২০০৫-এ প্রথম “মুম্বই মিরর” প্রকাশিত হয়েছিল। এরপরে ধীরে ধীরে পুনে, আমেদাবাদ, ও বেঙ্গালুরু থেকেও এর এডিশন প্রকাশ হওয়া শুরু করে। জানা গিয়েছে মহামারী কোভিডের কল্যাণে যে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে তার জেরেই “পুনে মিরর” পুরোপুরি বন্ধ করে দেওয়া হল। সোশ্যাল মিডিয়ায় এই খবর পোস্ট হতেই সংবাদপত্রের পাঠকরা খুবই দুঃখ পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই তাঁরা দুঃখ প্রকাশ করছেন। আরও পড়ুন-Justin Trudeau: ‘পৃথিবীর যে কোনও শান্তিপূর্ণ আন্দোলনে কানাডার সমর্থন রয়েছে’, মোদি সরকার নয় কৃষকদের পাশেই জাস্টিন ট্রুডো
টাইমস গ্রুপের তরফে জানানো হয়েছে, করোনাকালে আর্থিক ক্ষতির মুখে পড়া সমস্ত সংস্থার একেবারে পুরোভাগে রয়েছে সংবাদমাধ্যম। বিশেষ করে সংবাদপত্র সংস্থা। লকডাউনের জেরে রাজস্ব প্রায় তলানিতে এসে ঠেকেছে। এদিন নিউজ প্রিন্টের যা দাম সেই দামের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকা প্রায় মুশকিল হয়ে পড়ায় বাধ্য হয়েই মুদ্রণ সংস্করণ বন্দ করে দেওয়া হচ্ছে। গত কয়েকমাস ধরে চুলচেরা বিচার বিশ্লেষণ ও দীর্ঘ আলাপ আলোচনার পর শেষপর্যন্ত পত্রিকার সংস্করণ বন্ধ করার মতো বেদনাদায়ক সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।