এয়ার ইন্ডিয়া (Photo Credit: Twitter)

নতুন দিল্লি, ২ এপ্রিল: করোনার গেরো, পাইলট-সহ প্রায় ২০০ কর্মীর চুক্তি অস্থায়ীভাবে বাতিল করল এয়ার ইন্ডিয়া (Air India)। এই কর্মীরা প্রত্যেকেই অবসরপ্রাপ্ত। অবসর নেওয়ার পর নতুন করে তাঁদের নিয়োগ করা হয়েছিল। এমনিতেই মারণ রোগ করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সমস্ত আন্তাঃরাজ্য ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে বসিয়ে বসিয়ে বেতন দেওয়া সম্ভব নয়, তাই বাতিল হয়ে গেল চুক্তি। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, লকডাউনের জেরে সমস্ত বিমান আপাতত রানওয়েতেই রয়েছে। আয় বলতে কিছুই নেই। এই পরিস্থিতিতে পুনর্নিয়োগ করা অবসরপ্রাপ্ত কর্মীদের চুক্তি বাতিল না করে উপায় ছিল না। আরও পড়ুন- Coronavirus Pandemic: করোনা বিপর্যয়ের মধ্যে যারা আইন ভাঙবে তাদের গুলি করে মারুক পুলিশ, নির্দেশ দিলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট

করোনার বাজারে অর্থ বাঁচাতে সমস্ত কর্মীদের ভাতার ১০ শতাংশ কেটে নিচ্ছে এই জাতীয় বিমান সংস্থা। আগামী তিনমাস বেতন থেকে ১০ শতাংশ কাটা পড়বে। তবে এই তালিকায় নেই কেবিন ক্রুরা। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যানুসারে বৃহস্পতিবার করোনার থাবায় মৃতের সংখ্যা ৫০-এ পৌঁছেছে। সেই সঙ্গে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৯৬৫।