Coronavirus in India | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৯ জুলাই: ভারতে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের ( (অ্যাক্টিভ কেস) নিরিখে সুস্থতার হার প্রায় দ্বিগুনের কাছে। আজ জানাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। তারা জানিয়েছে, মোট অ্যাক্টিভ কেসের সংখ্যার ১.৭৫ গুন রোগী সুস্থ হয়েছেন। অ্যাক্টিভ কেস ও সুস্থতার সংখ্যার গ্যাপ ২ লাখ ছাড়িয়েছে। দেশে সুস্থতার হার ৬২.০৯ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, দেশে COVID-19 অ্যাক্টিভ কেসের সংখ্যা 2 লাখ ৬ হজার ৫৮৮। এর ১.৭৫ গুন (প্রায় ২ গুন) রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় মোট ১৯ হাজার ৫৪৭ জন রোগী সুস্থ হয়েছেন। আজ অবধি মোট ৪ লাখ ৭৬ হজার ৩৭৭ জন সুস্থ হয়ছেন। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এটি ঘরে ঘরে সনাক্তকরণ, ট্রেসিং, দ্রুত আইসোলেশনের পাশাপাশি সময়োপযোগী এবং কার্যকর চিকিৎসা পরিষেবার ফলেই সম্ভব হয়েছে। বর্তমানে ২ লাখ ৬৯ হাজার ৭৮৯ করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। সবাই চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। আরও পড়ুন: COVID-19 Vaccine Update: ভারতে তৈরি ২টি ক্যান্ডিডেট ভ্যকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল দ্রুত শুরু হবে, জানাল স্বাস্থ্য মন্ত্রক

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক রাজেশ ভূষণ পরিসংখ্যান দিয়ে বলেন, ১৩০ কোটির দেশ ভারত। এত বেশি জনসংখ্যা হওয়া সত্বেও ভারতে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। ১০ লাখ প্রতি হিসেবে যে সেই সংখ্যাটা অনেকটাই কম। তিনি বলেছেন, এক মিলিয়নে কত জন করোনা আক্রান্ত, সেই হিসেবে ভারতে সংক্রমণ বিশ্বের মধ্যে সব থেকে কম।

রাজেশ ভূষণ বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রতি মিলিয়নে করোনা আক্রান্ত ৫৩৮ জন। কোনও কোনও দেশে এই হিসেব ভারতের থেকে ১৬-১৭ গুণ বেশি। এছাড়া, প্রত্যেক মিলিয়নে মৃত্যু হচ্ছে ১৫ জনের, সেই সংখ্যাটাও বিশ্বে সবথেকে কম। অন্যান্য দেশে এই পরিসংখ্যান ৪০ গুণ বেশি।"

আজই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি। জানালেন। তাঁর কথায়, “আজকে আলোচনা চলাকালীন বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। কিছু এলাকায় সংক্রমণের হার অত্যন্ত বেশি। কিন্তু তা গোষ্ঠী সংক্রমণ নয়।”