নতুন দিল্লি, ২৬ জুন: "চিনের (China) সেনারা ডেপসাং (Depsang) উপত্যকায় ভারতীয় ভূখণ্ডের ১৮ কিমি ভেতরে ঢুকেছে।", আজ এই দাবি করলেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা পল্লম রাজু (Pallam Raju)। তাঁর আরও দাবি, গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী, এই ঘটনা বেশ উদ্বেগ ও এটি সত্যই হুমকিপূর্ণ।
ডেপসাং এলাকার একটি বড় অংশে চিনা সেনা অনুপ্রবেশ করে বসে রয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ করেছে কংগ্রেস। দৌলত বেগ ওলডি বা ডিবিও ও ডেপসাং সেক্টরে চিনা সেনার গতিবিধি নজরে এসেছে উপগ্রহ চিত্রে। উল্লেখ্য ২০১৩ সালে প্রথম এই সেক্টরে চিনা সেনার অনুপ্রবেশ ঘটে। নর্দান কম্যান্ডের এক শীর্ষ কর্তার মতে, চিনা সেনা ডেসপ্যাং এর খুব কাছে ঘাঁটি গেড়েছে। যা ডিবিও সড়কেরও খুব কাছে। শুধু তাই নয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে লাদাখের মতো দুর্গম এলাকায় সেনা ও রসদ দ্রুত পৌঁছে দিতে ডেপসাংয়ের কাছে সম্প্রতি ভারত একটি এয়ারস্ট্রিপ বানিয়েছে। আরও পড়ুন: Bhutan On Irrigation Water to Assam: চাষিদের জল দেওয়া বন্ধ করা সংক্রান্ত খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা, জানাল ভুটানের বিদেশ মন্ত্রক
#WATCH Pallam Raju, former MoS of Defence & Congress leader says, "As the ground report say, in an alarming development we have learnt that Chinese have transgressed 18 km into Depsang Plains - an area called the bottleneck or the Y-junction. This is a real threat.." pic.twitter.com/HCgTBGbgJL
— ANI (@ANI) June 26, 2020
এদিকে আজ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিও কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন। এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "আজ যখন ভারত-চিন সীমান্তে সমস্যা দেখা দিচ্ছে, কেন্দ্রীয় সরকার আমাদের সীমান্ত সুরক্ষিত করার দায়িত্ব কমিয়ে দিতে পারে না। দেশ জানতে চায় যে প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী, চিন যদি লাদাখে আমাদের জমি দখল না করে, তবে আমাদের ২০ জন সেনা কেনও শহিদ হলেন। লাদাখে কি চিন আমাদের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করছে। প্রধানমন্ত্রী কি সীমান্তের পরিস্থিতি নিয়ে দেশকে ভরসা দেবেন।"