FASTag (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ ১৭ ফেব্রুয়ারি থেকে ফাস্ট্যাগ(FAStag) ব্যবহারে নয়া নিয়ম। কেওআইসি(KYC) আপডেট না করা থাকলে ব্ল্যাকলিস্ট হতে পারে আপনার ফাস্ট্যাগ অ্যাকাউন্ট। শুধু তাই নয়,তাড়াহুড়োতে টোলপ্লাজায় দাঁড়িয়ে কিংবা যাত্রা শুরু করে রিচার্জ করেও কোনও লাভ হবে না। টোলপ্লাজায় পৌঁছনর অন্তত ৬০ মিনিটা আগে করতে হবে রিচার্জ। নয়তো ব্যালেন্স থাকা সত্ত্বেও টোলপ্লাজায় ফের টাকা দিতে হবে বলে বলা হয়েছে এই নয়া নিয়মাবলীতে। পাশাপাশি ফাস্ট্যাগ অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স থাকা আবশ্যক।

ফাস্ট্যাগ ব্যবহার করেন? জেনে নিন নুতুন কিছু নিয়ম

প্রসঙ্গত, বছরের শুরুতেই ফাস্ট্যাগ নিয়ে বড় সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। একবার রিচার্জ করলেই ১৫ বছরের জন্য নিশ্চিন্ত থাকার সুযোগ করে দেওয়া হয়েছে গ্রাহকদের জন্য। এবার বার্ষিক ও লাইফটাইম টোল পাস চালু করতে চলেছে কেন্দ্র। দেশের সড়ক পরিবহন দফতরের তরফে এই দুই ধরনের টোল পাস দেওয়ার কথা জানানো হয়েছে। তবে তার জন্য কোনও নতুন নথি জমা দিতে হবে না বলেই খবর। বর্তমানে টোল ট্যাক্স দেওয়ার জন্য যে ফাস্ট্যাগ ব্যবহার করা হচ্ছে এর সঙ্গেই যুক্ত হয়ে যাবে এই টোল পাস। । কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গডকরী জানিয়েছেন যে এই পরিকল্পনা খুব শীঘ্রই বাস্তুবায়িত হবে। পাশাপাশি দুটি টোল পয়েন্টের মধ্যে ন্যূনতম ৬০ কিমি দূরত্ব রাখার কথাও জানান কেন্দ্রীয় মন্ত্রী।

১৭ ফেব্রুয়ারি থেকে ফাস্ট্যাগ ব্যবহারে লাগু একগুচ্ছ নয়া নিয়ম, জানুন