দিল্লি, ২৬ মার্চ: সমস্ত ধর্মের মানুষ নিরাপদ। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) কোনও ধর্মের মানুষের কোনও ধরনের বিপদ নেই। এবার এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (UP CM Yogi Adityanath) যোগী আদিত্যনাথ। যোগী বলেন, উত্তরপ্রদেশ এমন একটি রাজ্য, যেখানে সর্ব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করেন। পাশাপাশি হিন্দুরা যদি এই রাজ্যে সুরক্ষিত থাকেন, তাহলে মুসলিমরাও নিরাপদে। এমন মন্তব্যও করতে শোনা যায় আদিত্যনাথকে।
২০১৭ সালে যখন থেকে বিজেপি (BJP) ক্ষমতায় এসেছে, তখন থেকে উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক হানাহানি বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে উত্তরপ্রদেশে বসবাসকারী ১০০টি হিন্দু পরিবারের মাঝে কোনও মুসলিম পরিবার থাকলে, তাঁরা নিজেদের নিরাপদ বলে মনে করেন। এমন বক্তব্য প্রকাশ করতে দেখা যায় যোগীকে। তবে ১০০টি মুসলিম পরিবারের মাঝে ৫০টি হিন্দু পরিবার নিরাপদ কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
যোগীর কথায়, ১০০টি হিন্দু (Hindu) পরিবারের মাঝে থাকা একটি মুসলিম (Muslim) পরিবারও নিরাপদ। তাঁরা তাঁদের নিজেদের ধর্ম এবং ধর্মীয় আচার আচরণ সঠিকভাবে পালন করতে পারেন বলে মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এরপরই বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের প্রসঙ্গ টানেন যোগী। তিনি বলেন, পাকিস্তান এবং আফগানিস্তানে যা হত, তা বর্তমানে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের সঙ্গেও হচ্ছে।
বিজেপির প্রথম সারির এই নেতার কথায়, কোথাও যদি আগুন লাগানো হয়, তাহলে তার থেক যে ধোঁয়া ওঠে, তার জেরে অপর দিকের আঘাত সম্পর্কে সচেতন প্রত্যেকের থাকতে হবে। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে হিন্দুরা যে পরিস্থিতির শিকার, সে বিষয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেন যোগী আদিত্যনাথ। তবে উত্তরপ্রদেশে সর্ব ধর্মের মানুষকে সমানভাবে দেখা হয় বলেও মন্তব্য করেন আদিত্যনাথ।