বেঙ্গালুরু, ১৯ অগাস্ট: এখনও অনেক জায়গাতেই ডিজিটাল পেমেন্ট অ্যাপগুলির মাধ্যমে ভাড়া নিতে রাজি হন না দেশের অটো-ট্যাক্সি চালকরা। কিন্তু বেঙ্গালুরুর এক অটো চালক সেসব কিছুকে অনেকটা পিছনে ফেলে অনেকটা আধুনিক অর্থনীতিতে স্বাগত জানালেন। বেঙ্গালুরুর রাস্তায় দেখা মিলল এমন এক অটো চালকের যিনি ক্রিপ্টো কারেন্সি-র মাধ্যমে ভাড়া নিতে রাজি আছেন বলে, রীতিমত পোস্টার চিটিয়ে ঘোষণা করলেন। দেশে ক্রিপ্টো কারেন্সি বৃহত্তর আকারে চালু করার যে দাবি উঠছে, তা যেন প্রতীকী ছবি হয়ে সেই অটোয় ধরা দিল।
এখনও অনেকের মধ্যেই ক্রিপ্টো কারেন্সি নিয়ে সেভাবে স্বচ্ছ ধারনা গড়ে ওঠেনি। বিটকয়েন কী, জিজ্ঞাসা করলে কী সেটা বলতে পারবেন না। কিন্তু হাইটেক শহরের অটোচালক ক্রিপ্টো-তে ভাড়া নিতে তৈরি আছেন বলে বোঝা গেল তাঁর এই সম্বন্ধে ধারনা আছেন। এই ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল পোস্টে অনেকেই মনে করাচ্ছেন, ক্রিপ্টো কারেন্সির ওপর ৩০ শতাংশ কর আরোপ করেছে কেন্দ্রীয় সরকার।
দেখুন ছবিতে
#MCTrends | 'Only in Bengaluru': Auto driver says he accepts as payment 💸🪙@AnkitaSengupta_ reports more on this👇https://t.co/cODDVmBaFJ#Bengaluru #AutoDriver #CryptoCurrency #Payments
— Moneycontrol (@moneycontrolcom) August 19, 2024
তার মানে অটো ভাড়া যদি ৩০টা হয়, আর সেটা যিনি ক্রিপ্টোতে নেন, তাহলে তাঁর কাছে আসলে পড়ে থাকবে ২১টাকা। ক্রিপ্টো কারেন্সি হল, কোনওরকম সরকারী নিয়ন্ত্রণাধীন মুদ্রা যাতে মুদ্রাস্ফীতির প্রভাব পড়ে না। বিটকয়েন,এথেরিয়াম, টেথার, স্টেবেলকয়েন, সোলানো, ডগিকয়েন...প্রভৃতি।