Jasprit Bumrah: জসপ্রীত বুমরাহ মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) হয়ে আইপিএল ২০২৫ এর প্রথম কয়েকটি ম্যাচ মিস করতে চলেছেন। সম্প্রতি স্টার স্পোর্টসে তার স্ত্রী হোস্ট সঞ্জনা গণেশনের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডে বসেন। সেখানে উঠে আসে তার জীবনের নানা অজানা কথা। প্রথম প্রশ্নে তাঁকে জিজ্ঞাসা করা হয় ভোর ৩টের সময় তিনি কাকে ফোন করে কথা বলতে পারেন? প্রথমে তিনি বলেন যে, অবশ্যই তার স্ত্রী। কিন্তু তাঁকে যদি অপশনে রাখা না হয় তাহলে তিনি তার ছোটবেলার বন্ধুদের ফোন করবেন। এর পরের প্রশ্নে তাঁকে জিজ্ঞাসা করা হয় তার জীবনে এমন কোন রহস্য আছে যেটা কেউ জানে না? তখন তিনি বলেন যে, তিনি মাঝে মাঝে মজাও করতে পারেন যেটা কেউ বোঝে না। এরপর শেষ প্রশ্নে তাঁকে জিজ্ঞাসা করা হয় তিনি কোন সুপারপাওয়ার পেতে চান? তখন তিনি বলেন তিনি 'ফ্ল্যাশ'-এর মতো বিশ্বের সবচেয়ে দ্রুত মানুষ হতে চান, তবে তিনি 'হাল্ক'-এর মতো শক্তিশালী হলেও খুশি হবেন। Mumbai Indians IPL 2025: আইপিএল শুরুর আগে জ্যাকি শ্রফকে 'স্পিরিট কোচ' হিসেবে ঘোষণা মুম্বই ইন্ডিয়ান্সের
স্ত্রী সঞ্জনার সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ড জসপ্রীত বুমরাহর
From his 3 AM friend to the superpower he would love to have, ✨ @Jaspritbumrah93 gets candid in a fun rapid-fire round!#IPLonJioStar 👉 SEASON 18 | #CSKvMI, SUN, 23rd MAR, 6:30 PM | LIVE on JioHotstar & Star Sports Network | #IPL2025 #MumbaiIndians pic.twitter.com/SlCZs90Q84
— Star Sports (@StarSportsIndia) March 13, 2025
এপ্রিলে আইপিএলে ফিরছেন জসপ্রীত বুমরাহ
জসপ্রীত বুমরাহ তার পিঠের চোট থেকে সেরে উঠছেন। এই চোটের কারণে জানুয়ারি থেকে তাকে মাঠের বাইরে ছিলেন তিনি। এখন জানা গেছে যে বুমরাহ এপ্রিলের শুরুতে দলের সাথে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে এমআইয়ের মার্চে যে তিনটি ম্যাচ রয়েছে সেখানে তিনি খেলতে পারবেন না। তবে সবটাই নির্ভর করবে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের মেডিকেল টিমের ছাড়পত্রের ওপর। গত ৪ জানুয়ারি সিডনিতে বর্ডার গাভাস্কর ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিনে পিঠের নিচের অংশের চোট পান বুমরাহ। এরপর বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যান। যদিও তাঁকে ছাড়াই এই মাসের শুরুতে ভারত জিতে নিয়েছে। গত ২০২৩ সালের মার্চে অস্ত্রোপচারের পর এই প্রথম পিঠের চোটে ছিটকে গেলেন বুমরাহ।
আইপিএলে ফিরতে দেরি জসপ্রীত বুমরাহর
Jasprit Bumrah is still recovering from a back injury, he will likely join the MI squad by early April
Read more: https://t.co/FlhW3XM3ku | #IPL2025 pic.twitter.com/9eMl6PSyWd
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 14, 2025