নতুন দিল্লি, ১৬ মার্চ: করোনাভাইরাস যেন কঠিন ঠাঁই। তার থেকে কারোরই নিস্তার নেই। এখনও পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১,৬৩,৯৩০ এবং মৃত্যু হয়েছে ৬৪২০ জনের। মোট ১৪৩ টি দেশে ছড়িয়েছে মারণরোগ কোভিড-১৯। এই পরিস্থিতিতে যে কোনও ধরনের বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। স্কুল, শপিংমল, সরকারি বেসরকারি অনুষ্ঠান সবই প্রায় বাতিল হয়েছে। বিশেষ প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে না বেরনোর পরাম্রশ রয়েছে. বেরোলেও ন্যূনতম সুরক্ষাবলয়ের ব্যবস্থা করতে হবে। এই কারণে আদালতে শুনানিও নিয়েও প্রশ্ন উঠেছে। দিনের পর দিন যেমন বিচার প্রক্রিয়ার কাজ বন্ধ রাখা যায় না। তেমন এই সময়ে আাদালতে জনসমাগমও বাঞ্ছনীয় নয়। তাই খুব শিগগির ভার্চুয়াল কোর্ট (Virtual Court) চালুর কথা বললেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
সোমবার তিনি বলেন, “করোনাভাইরাসের থাবা থেকে বাঁচতে হলে সংক্রমণ রুখতে হবে। তার পথ একটাই, যেভাবে হোক ভিড় এড়িয়ে চতে হবে। সেকারণেই সুপ্রিম কোর্ট ভার্চুয়াল আদালতের বন্দোবস্তের কথা ভাবছে। কেননা কোর্ট চত্বর থেকে কোভিড-১৯ ছড়াক তা আমরা কেউ চাই না।” বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করতেই বিবিধ সুরক্ষার ব্যবস্থা নিয়েছে সুপ্রিম কোর্ট। এজলাসে আইনজীবী থেকে সাধারণ মানুষ, এমনকী সাংবাদিকদের প্রবেশেও প্রচুর বিধিনিষেধ বলবৎ হয়েছে। আদালত চত্বরের বাইরে থারাম্লা স্ক্রিনিংয়ের জন্য বিরাট লাইন পড়েছে সকাল থেকেই। আরও পড়ুন- ED Summoned Anil Ambani: ইয়েস ব্যাংকের আর্থিক তছরূপের মামলায় ইডির নিশানায় অনিল আম্বানি, ডেকে পাঠানো হল রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানকে
করোনাভাইরাসে যে তিনটি দেশে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, সেগুলি হল চিন, ইতালি ও ইরান। ইতালিতে রবিবার ৩৬৮ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা এক ধাক্কায় ১৮০৯ হয়েছে। উত্তর ইতালির নেতারা জানিয়ে দিয়েছেন যে হাসপাতালে আর কোনও শয্যা খালি নেই এবং কৃত্রিম শ্বাসযন্ত্রও আর নেই। এই অবস্থায় ইস্টার উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভ্যাটিকান সিটি। জানানো হয়েছে, রবিবার তীর্থে যাওয়ার মতো করে খালি পায়ে ভ্যাটিকান ছেড়ে বেরিয়ে রোমের একটি ক্যাথিড্রালে প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস। তিনি প্রার্থনা করেছেন যাতে করোনাভাইরাসের মতো মহামারীতে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁরা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।