নতুন দিল্লি, ৬ এপ্রিল: নিউইয়র্কের চিড়িয়াখানায় বাঘিনী নাদিয়া করোনায় আক্রান্ত হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরে পরেই ভারতের কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের (Zoo Authority in India) তরফে জারি হল চূড়ান্ত সতর্কতা। দেশের বিভিন্ন রাজ্যের সমস্ত চিড়িয়াখানর পশুপাখিদের উপরে সতর্ক নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের। সিসিটিভির মাধ্যমে পশুপাখিদের রোজনামচা নজরে রাখতে বলা হয়েছে। কারও আচরণে সামান্যতম অসংলগ্নতা দেখলেই যাতে আগে থেকে সুরক্ষার বন্দোবস্ত করা যায়। সেকারমেই এই নজরদারি। আগেই মার্কিন মুলুকের চিড়িয়াখানায় এক মালায়ন বাঘিনীর শুকনো কাশি হওয়ায়। তার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। তাতে করোনাভাইরাসের জীবাণু মিলেছে। বাঘিনী নাদিয়া মারণ ভাইরাসে আক্রান্ত।
তার সঙ্গে চিড়িয়াখানার আরও কয়েকটি বাঘ ও সিংহর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গত ১৫ মার্চ থেকে বন্ধ রয়েছে ওই চিড়িয়াখানা। তবে মনে করা হচ্ছে, পশুপাখিদের দেখা শোনার দায়িত্বে থাকা চিড়িয়াখানার কোনও কর্মীই করোনাভাইরাসে আক্রান্তে। যেকারণে নাদিয়ার শরীরে কোভিড-১৯ বাসা বেঁধেছে। এরপরই ইউএসডিএ-র তরফে জানানো হয়েছে. বাড়ির পোষ্যকে খাবার দেওয়ার আগে ভাল করে হাত ধুয়ে নিন। খাওয়ানোর পরেও একই পন্থা অবলম্বন করুন। এই সময় প্রিয় পোষ্যকে চুমু খাবেন না। পোষ্যের খাবারদাবারে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আরও পড়ুন-Ramdas Athawale On 'Go Corona Go' Slogan: গো করোনা গো, মন্ত্রী রামদাস আঠাওয়ালের স্লোগান এখন বিশ্ববাসীর মুখে মুখে ফিরছে
Zoos across India are advised to be on high alert and monitor animals 24/7 through CCTV for any symptoms/abnormal behaviour as a precautionary measure in wake of a Tiger in New York's Bronx Zoo testing positive for #COVID19: Central Zoo Authority
— ANI (@ANI) April 6, 2020
সোমবার ভারতে করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা পৌঁছে গেল চার হাজারে। এক সঙ্গে ৪৯০ জনের আক্রান্ত হওয়ার খবর মিলতেই এই তথ্য দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। একেবারে সর্ব শেষ খবর অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০৬৭। যেখানে ৩, হাজাজর ৬৬৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২৯১ জন। মৃত্যু হয়েছে ১০৯ জনের। মৃতদের তালিকায় বিদেশী থাকায় দেহ স্থানান্তর করা হয়েছে। সবথেকে খারাব অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে গতকাল শুধু করোনা আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মুম্বইতে মারা গেচে ৮ জন। এই প্রথম সেখানে একই দিনে এতজন করোনা আক্রান্তের মৃত্যু হল।