নতুন দিল্লি, ১৬ নভেম্বর: আজ ১৬ নভেম্বর। ক্যালেন্ডারের (Calendar) পাতায় আজ ন্যাশনাল প্রেস ডে (National Press Day)। সেই সঙ্গে খুশির খবর স্বাধীন সংবাদ মাধ্যমের সূচকে বিশ্বের ১৮০ টি দেশের মধ্যে ১৪০ তম দেশের তালিকায় আসতে পেড়েছে ভারত (India)। তাই এই বছর আরও বেশি পরিপূর্ণতা লাভ করেছে এই দিনটি। এই শুভমুহূর্তে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা নিয়ে ব্যলেন্সের খেলা খেললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। একদিকে সংবাদমাধ্যমের বন্ধুদের জন্য যেমন দরদ দেখালেন, তেমনই সংবাদমাধ্যমের দায়িত্ব কর্তব্য নিয়ে নীতিবাক্যও শোনাতে দেখা গেল তাঁকে।
ভারতীয় সংবাদমাধ্যমের (Indian Media) কর্তব্যপরয়ানতার ভূয়সী প্রশংসা করার সঙ্গে সঙ্গেই সাংবাদিক এবং চিত্রসাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রীকে টুইট (Tweet) করতে দেখা যায়, "গণমাধ্যমের কোঠোর পরিশ্রম প্রশংসনীয়। বিশেষত সাংবাদিক এবং চিত্রসাংবাদিকরা ক্লান্তিহীনভাবে দেশ এবং বিদেশের নানান খবরকে প্রকাশ্যে আনছেন।" একই সঙ্গে স্বচ্ছ ভারত নিয়ে সংবাদমাধ্যমের সহোযগিতার কথা জানিয়েও টুইট করেছেন তিনি। সেই টুইটে নমো লিখছেন, "বিগত তিন বছর ধরে সংবাদমাধ্যম স্বচ্ছ ভারত প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূ্র্ণ ভূমিকা পালন করেছে। পরিচ্ছন্নতা সংক্রান্ত সচেতনতা প্রচারে সংবাদমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়।" ওই টুইটেই সংবাদমাধ্যমকে জানিয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ, বোবার কণ্ঠ হওয়াই সংবাদমাধ্যমের কর্তব্য! আরও পড়ুন: Rafale Review Plea Verdict: 'সত্য প্রতিষ্ঠিত হয়েছে, রাজনীতি বন্ধ হোক', সুপ্রিম কোর্টের রাফাল রায় নিয়ে বার্তা রাজনাথ সিং, বিএস ধানোয়ার
My greetings to all friends in the media on National Press Day. I appreciate the hardwork of our media, especially the reporters & camerapersons, who tirelessly work on the ground and bring forth various news that shapes national as well as global discourse.
— Narendra Modi (@narendramodi) November 16, 2017
ন্যাশনাল প্রেস ডে'তে সোশ্যাল মিডিয়ার (Social Media) ভূমিকাকেও আলাদা করে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমান প্রজন্মের প্রযুক্তির প্রতি ঝোঁক এবং সোশ্যাল মিডিয়া প্রীতি আগামীদিনে গণতন্ত্রের পক্ষে সহায়ক হবে বলেও মত প্রকাশ করেছেন তিনি। সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে তিনি যে বরাবরই উদার সে বিষয়েও আজ নিজের অবস্থান স্পষ্ট করে দেন। একই সঙ্গে সংবাদমাধ্যমের কর্মীদের প্রতি তাঁর বার্তা, "আমাদের সংবাদ পরিসরে সমস্ত সৃষ্টিশীলতার বিকাশ ঘটুক, আরও উজ্জ্বল হোক ১২৫ কোটির সংস্কৃতি ও দক্ষতা।''