দিল্লি, ২৭ ডিসেম্বর: ওমিক্রন (Omicron) যখন হু হু করে বাড়ছে দিল্লি (Delhi) জুড়ে, সেই সময় ডেঙ্গির গ্রাফও উর্দ্ধমুখী। এবার এমনই তথ্য প্রকাশ করা হল সরকারের তরফে। ২০২১ সালে দিল্লি জুড়ে ডেঙ্গিতে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি হিসেবে প্রকাশ। যা গত ৬ বছরে সর্বোচ্চ। চলতি বছর রাজধানী শহর জুড়ে ৯,৫৪৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হন বলে ওই তথ্যে প্রকাশ পায়। ফলে দিল্লিতে ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা নিয়েও সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।
23 people died while battling dengue in Delhi this year, the highest in the last 6 years, as per Govt data
The national capital reported a total of 9,545 cases of dengue in 2021, the data show pic.twitter.com/efP6kpPYQ3
— ANI (@ANI) December 27, 2021
এদিকে দিল্লিতে ওমিক্রনে সংক্রমণের সংখ্যাও বাড়তে শুরু করেছে। রাজধানী শহরে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ৬০ পেরিয়েছে। তবে যাঁরা করোনার কামড় সত্ত্বেও উপসর্গবিহীন, তাঁরা যাতে বাড়িতে থেকে চিকিৎসা করান, সে বিষয়ে আবেদন জানানো হয়েছে দিল্লি সরকারের তরফে। ডেল্টা হোক বা ওমিক্রন, করোনা থাবা বসানোর পর যদি শরীরে উপসর্গ না থাকে, তাহলে দিল্লি সরকারের স্বাস্থ্য দফতরের কর্মীরা বাড়িতে গিয়ে সেই রোগীর চিকিৎসা করবেন বলে সম্প্রতি জানান অরবিন্দ কেজরিওয়াল।
আরও পড়ুন: Omicron: দেশ জুড়ে বাড়ছে ওমিক্রন, করোনার নয়া প্রজাতি রুখতে প্রত্যেক রাজ্যকে সতর্ক করল কেন্দ্র
পাশাপাশি দিল্লির প্রত্যেকটি হাসপাতালে অক্সিজেন এবং ওষুধ মজুদ রাখা হচ্ছে। ওমিক্রন রুখে দিল্লি প্রস্তুত বলেও সাধারণ মানুষকে আশ্বস্ত করেন অরবিন্দ কেজরিওয়াল।