Photo Credits: ANI

মুম্বইয়ের বৈঠকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক ঘোষণা না হলেও, গড়া হল ১৩ সদস্যের সমন্বয় ও নির্বাচন কৌশল কমিটি। এই কমিটির কাজ হবে নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বাড়িয়ে একসঙ্গে এগিয়ে চলা। সমন্বয় কমিটিতে শরদ পাওয়ার, এমকে স্ট্যালিনের সঙ্গে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও ১৩ সদস্যের সমন্বয় কমিটিতে আছেন তেজস্বী যাদব (আরজেডি), মেহবুবা মুফতি (পিডিপি), ওমর আবদুল্লা (এনসি), সঞ্জয় রাউত (শিবসেনা), লালন সিং (আরজেডি) হেমন্ত সোরেন (জেএমএম) , রাঘব চাড্ডা (আপ)-র মত নেতারা। বামেদের তরফ থেকে সিপিআইয়ের ডি রাজা-কে রাখা হয়েছে এই কমিটিতে। এদিন ইন্ডিয়া জোটের আনুষ্ঠানিক স্লোগান ঘোষিত হল। ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী যে স্লোগান ব্যবহার করেছিলেন সেই, 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া' স্লোগানই হবে INDIA-জোটের স্লোগান।

এদিনে, বিরোধী জোটের ২৮টি দলের শীর্ষ নেতা-নেত্রীদের মধ্যে আলোচনায় ২০২৪ লোকসভা নির্বাচনে একসঙ্গে আসন সমঝোতা করে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা হবে। আরও পড়ুন-'জুড়েগা ভারত,জিতেগা ইন্ডিয়া', নয়া স্লোগান দিয়ে লোকসভার প্রস্তুতি INDIA জোটের

দেখুন ভিডিয়ো

এদিকে খবর, ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতায়। দুর্গাপুজোর আগেই রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালদের কলকাতায় ডেকে বিরোধী জোটের বৈঠক করতে চাইছেন মমতা। প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয় পটনায়। তখন অবশ্য জোটের নাম ঠিক হয়নি। বিরোধী মহাজোটের নাম ঠিক হয় পটনার পরবর্তী বৈঠক কর্ণাটকে। এরপর গতকাল, বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে শুরু হয়েছে ইন্ডিয়া জোটের দুই দিনের বৈঠক।

১৩ সদস্যের সমন্বয় কমিটিতে আছেন

শরদ পওয়ার (এনসিপি)

এমকে স্ট্যালিন (ডিএমকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী)

কেসি বেণুগোপাল (কংগ্রেস)

হেমন্ত সোরেন (জেএমএএম, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী)

অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)

ওমর আবদুল্লা (ন্যাশনল কনফারেন্স)

মেহবুবা মুফতি (পিডিপি)

ডি রাজা (সিপিআই)

রাঘব চাড্ডা (আম আদমি পার্টি)

তেজস্বী যাদব (আরজেডি)

সঞ্জয় রাউত (শিবসেনা, উদ্ধব ঠাকরে)

লালন সিং (জেডি ইউ)

জাভেদ আলি খান (সমাজবাজী পার্টি)