INDIA Alliance (Photo Credit: IANS)

দিল্লি, ১ সেপ্টম্বর: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যতদূর সম্ভব একসঙ্গে প্রতিদ্বিন্দ্বিতা করা হবে। ইন্ডিয়া জোটের মুম্বইয়ের বৈঠক থেকে এমনই সিদ্ধান্ত উঠে এল ১ সেপ্টেম্বর। বিভিন্ন রাজ্যে ইন্ডিয়া জোটের ২৮ জন সদস্যের মধ্যে আসন ভাগাভাগি ব্যবস্থা শিগগিরই শুরু হবে। ইন্ডিয়া জোটের প্রত্যেক সদস্য যাতে  সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসেন, সে বিষয়ে জোর দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

ইন্ডিয়া জোটের প্রত্যেক সদস্য বিভিন্ন ইস্যুুতে দেশের বিভিন্ন প্রান্তে জনসভা করবে। জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া, এই থিম নিয়েই ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনের আগে দেশের বিভিন্ন প্রান্তে প্রচার শুরু করবে বলে খবর।

এসবের পাশাপাশি শরদ পাওয়ার, কেসি ভেনুগোপাল, এম কে স্টালিন, হেমন্ত সোরেন, অভিষেক বন্দ্য়োপাধ্যায়, সঞ্জয় রাউত, তেজস্বী যাদব সহ অন্যান্যদের সমন্বয়ে  ১৪ সদস্যের এক সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে।