হিজাব (Hijab) না পরেই জনসমক্ষে হাজির হয়েছিলেন এক ইরানি (Irani Woman) মহিলা। বার বার নিয়ম বাধা সত্ত্বেও সাহসে ভর করে হিজাব না পরে প্রকাশ্যে হাজির হলে, ওই মহিলাকে দেখে কার্যত তেড়ে যান ইরানের (Iran) এক মৌলনা। ওই মহিলা কেন হিজাব পরেননি, তা নিয়ে প্রশ্ন তোলেন মৌলানা (Cleric)। যা শুনে ক্ষেপে যান ইরানি মহিলা। ভয় না পেয়ে ওই ইরানি মহিলা মৌলানার সম্মুখীন হন। এরপর একটানে মৌলানার মাথা থেকে পাগড়ি খুলে, সেই কাপড় নিজের মাথায় জড়ান। মৌলানার পাগড়ি কেড়ে নিয়ে নিজের মাথায় জড়ান ওই ইরানি মহিলা। তবে মৌলানার সঙ্গে তর্কের সময় ওই মহিলা নিজের স্বামীর কথা জানতে চান। মৌলানা তাঁর স্বামীর সঙ্গে কী করেছেন বলে প্রশ্ন করেন প্রতিবাদী মহিলা। কী কারণে ওই মহিলা এমন প্রশ্ন করলেন, তার স্পষ্ট উত্তর এখনও মেলেনি। ইরানি মহিলা যেভাবে সাহস নিয়ে এগিয়ে যান ওই মৌলানার কাছে, তার প্রশংসা করেন নেটিজেনরা।
দেখুন কীভাবে মৌলানাকে একের পর এক প্রশ্ন করেন ওই ইরানি মহিলা...
A brave woman at Tehran’s Mehrabad Airport confronted a cleric harassing her for not wearing a hijab. In a bold act of defiance, she removed his turban and wore it like a scarf, turning oppression into resistance.
For years, clerics have claimed their turbans and robes are… pic.twitter.com/Mdj1c0b3Vo
— Masih Alinejad 🏳️ (@AlinejadMasih) January 6, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)