ইরানের সর্বোচ্চ নেতা আয়তোল্লা আলি খামেইনির (Ayatollah Ali Khamenei) কী হয়েছে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বিশ্ব জুড়ে। আয়তোল্লা আলি খামেইনি তাঁর দ্বিতীয় পুত্র মুজতবা খামেইনিকে তাঁর জায়গায় ইরানের (Iran) জন্য পছন্দ করেছেন বলে খবর। যদিও ইরান সরকারিভাবে এ বিষয়ে কিছু জানায়নি। এসবের মধ্যে এবার প্রকাশ্যে এল খামেইনির অফিসের একটি ছবি। যেখানে ইরানের সর্বোচ্চ নেতাকে লেবাননে থাকা ইরানের রাষ্ট্রদূত মুজতাবা আমানির সঙ্গে কথা বলতে দেখা যায়। খামেইনির এক্স হ্যান্ডেলের তরফে প্রকাশ করা হয় ওই ছবি। যেখানে মুজতাবা খামেইনির সঙ্গে ছবি প্রকাশ করে, সেখানে পার্সি ভাষায় লিখতে দেখা যায় খামেইনিকে। যে ছবি প্রকাশ্যে আসার পর থেকে ফের খামেইনিকে জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত আয়তোল্লা আলি খামেইনি কোমায় চলে গিয়েছেন বলে শোনা যাচ্ছে।
খামেইনির শারীরিক অবস্থার অবনতি হয়েছে, এমন জল্পনা উড়িয়ে ইরানের সর্বোচ্চ নেতার এক্স হ্যান্ডেলের তরফে নয়া ছবি প্রকাশ করা হয়েছে। দেখুন সেই ছবি...
ظهر امروز یکشنبه ۲۷ آبان ۱۴۰۳؛ دیدار و گفتوگو با آقای مجتبی امانی، سفیر جانباز جمهوری اسلامی ایران در لبنان pic.twitter.com/ctIRbi9bVA
— KHAMENEI.IR | فارسی (@Khamenei_fa) November 17, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)