এবার বেজিং প্যারেড (Beijing Parade) থেকে একটি ভাইরাল ভিডিয়ো (Viral Video) উঠে এল। যেখানে চিনের (Chinese President) প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) স্ত্রী পেং লিউয়ানের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট। চিনের ফার্স্ট লেডি পেং লিউয়ান যখন ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান বেজিং প্যারেডে, সেই সময় তিনি হাত বাড়ালেও করমর্দন করেননি ইরানের প্রেসিডেন্ট।
শিয়া সংস্কৃতি অনুযায়ী, কোনও অচেনা মহিলাকে পুরুষ স্পর্শ করেন না। সেই অনুযায়ী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্ত্রী (Xi Jinping’s Wife) পেং লিউয়ানের সঙ্গে করমর্দন করেননি ইরানের প্রেসিডেন্ট। এমনই মনে করছে বিভিন্ন মহল।
প্রসঙ্গত দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ৮০ বছর পর বেজিংয়ে বিশাল অস্ত্র প্রদর্শনীর আয়োজন করেন শি জিনপিং। যেখানে বিশ্বের তাবড় নেতারা হাজির হন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে উত্তর কোরিয়ার কিম জং উন, প্রত্যেকে হাজির হন চিনের বিশাল অস্ত্র বহর প্রদর্শনীর অনুষ্ঠানে।
দেখুন শি জিনপিংয়ের স্ত্রীর সঙ্গে করমর্দন এড়িয়ে গেলেন ইরানের প্রেসিডেন্ট..
The Iranian president refused to shake hands with China’s First Lady, while his wife declined to shake hands with the Chinese president. pic.twitter.com/qbZFvsCFIy
— The Middle East (@A_M_R_M1) September 3, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)