Earthquake (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৮ জানুয়ারি: মঙ্গলবার অর্থাৎ ৭ জানুয়ারি যে ভয়াবহ ভূমিকম্প (Earthquake) হয়, তার জেরে চিন (China), তিব্বতে (Tibet) ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়ছে। ভূমিকম্পের পর তা নিয়ে দুঃখপ্রকাশ করতে গিয়ে এবার চিনের জুতোতেই পা গলাল পাকিস্তান। ভূমিকম্পের জেরে চিনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে দুঃখপ্রকাশ করতে গিয়ে তিব্বতকে 'জিজাং' প্রদেশ বলে উল্লেখ করেন পাকিস্তানের (Pakistan) উপপ্রধানমন্ত্রী। পাকিস্তানের ইশাক দার ভূমিকম্প নিয়ে শোক জানাতে গিয়ে তিব্বতকে চিনের দেওয়া নাম জিজাং বলে উল্লখ করেন। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের জোরদার চর্চা শুরু হয়ে যায়।

ইশাক দার বলেন, ভূমিকম্পের জেরে জিজাং প্রদেশ যে ক্ষতির মুখে পড়েছে, তার জন্য তাঁদের হৃদয় ব্যাকুল। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে যাতে জিজাং প্রদেশের মানুষ শিগগিরই সাবলীল জীবনে ফিরতে পারেন, সে বিষয়ে আশা প্রকাশ করেন ইশাক দার। কঠিন এই সময়ে তাঁরা চিনের পাশে রয়েছেন বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন ইশাক দার।

দেখুন চিনের পাশে দাঁড়াতে গিয়ে মুখোশ খুলে গেল পাকিস্তানের...

 

আরও পড়ুন: Earthquake Video: প্রবল ভূমিকম্পে ভেঙে গুড়িয়ে গেল বহু রাস্তা, ভয়াবহতার ছবি দেখে আঁতকে উঠবেন, ভিডিয়ো

পাক মন্ত্রীর ট্যুইট সামনে আসতেই তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়। চিনের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখতেই পাকিস্তানের এহেন কীর্তি বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

প্রসঙ্গত ৭ জানুয়ারি তিব্বত-নেপাল সীমান্ত ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। যার জেরে তিব্বতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০০ পার করে ফেলেছে।  আহত বহু। নেপাল-তিব্বত সীমান্তে কম্পনের জেরে ভারতের উত্তরাঞ্চলও কেঁপে ওঠে। কম্পন অনুভূত হয় কলকাতা এবং শিলিগুড়িতেও।