ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো-র নতুন চেয়ারম্যান পদে  ভি নারায়াণানকে নিযুক্ত করলেন কেন্দ্রীয় সরকার। শ্রী নারায়াণান আগামী ১৪ ই জানুয়ারি এই দায়িত্বভার গ্রহণ করবেন। ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের জায়গায় তিনি নিযুক্ত হলেন। নারায়াণান বর্তমানে কেরালার ভালিয়ামালায় ইসরোর লিক্যুইড প্রপালশান সিস্টেম সেন্টারের নির্দেশক পদে রয়েছেন। তিনি রকেট এবং মহাকাশযান বিশেষজ্ঞ হিসাবে গত চার দশক ধরে ইসরোর সঙ্গে যুক্ত রয়েছেন।

তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন ভি নারায়ণ। প্রাথমিক পড়াশোনার পর  খড়্গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। স্নাতকোত্তর পর্বে প্রথম স্থান অধিকারের জন্য রৌপ পদক দেওয়া হয়েছিল তাঁকে। খড়্গপুর আইআইটি থেকেই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিইচডি করেন নারারণ। পিএইচডি শেষ করে তিনি যোগ দেন ইসরোতে। ১৯৮৪ সালে রকেট এবং মহাকাশ প্রপালশন বিশেষজ্ঞ হিসাবে ভারতীয় মহাকাশ সংস্থায় যোগ দেন নারায়ণ। ২০১৮ সালে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর হিসাবে তাঁকে নির্বাচিত করা হয়।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)