Baby Killed Photo Credit: Representational Image

নয়াদিল্লিঃ খেলতে খেলতে চরম পরিণতি। ২ বছরের শিশুর(Baby Girl) উপর বসে পড়ল এক যুবক। মৃত্যু একরত্তির। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের(Mumbai) ধোবি ঘাটের(Dhobi Ghat) জুহু(Juhu) চার্চ রোড এলাকায়। জানা গিয়েছে, বাড়ির বাইরে একটি দোকানের সামনে খেলছিল ওই শিশু। সেখানেই বন্ধু শাহনাওয়াজ আনসারির সঙ্গে ঠাট্টা-তামাসা করছিল হর্ষদ গুরাভ নামে বছর ২০'র এক তরুণ।

মজা করতে গিয়ে নির্মম পরিণতি শিশুর

শিশু কন্যার লেগে যেতে পারে এই আশঙ্কা করে ওই দুই তরুণকে অন্যত্র সরে যেতে বলেন নিহত শিশুর মা। কিন্তু তাঁর কথায় কান দেয়নি তারা। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে শিশুর গায়ের উপর পড়ে যায় হর্ষদ। গুরুতর আহত হয় শিশুকন্যা। তাকে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছোটেন তার অভিভাবকেরা। মুম্বইয়ের কুপার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দু'দিনের কঠিন লড়াইয়ের পর মৃত্যু হয় শিশুটির। অভিযুক্ত দুই তরুণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। হর্ষদ কলেজ পড়ুয়া হওয়ায় ইতিমধ্যেই তাকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

বন্ধুর সঙ্গে ঠাট্টা করতে গিয়ে শিশুর গায়ে পড়ে গেল তরুণ, মৃত্যু একরত্তির